প্রেম করার দায়ে মেয়েকে গলা কেটে হত্যা
- Update Time : ০৮:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: পাশের গ্রামের ছেলের সাথে প্রেম করার অপরাধে নিজের মেয়েকে গলা কেটে হত্যা করলো এক পাষণ্ড বাবা। পরে বিষয়টি ছেলে পক্ষের ওপর চাপিয়ে দিতে চাইলে পুলিশি তদন্তে ঘটনার মূল রহস্য বের হয়ে আসে।
এ ঘটনায় পাষণ্ড বাবাকে গ্রেফতার করেছে মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশ। মেয়ের মা বাদী হয়ে বাবাকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত মেয়ের নাম রেহানা বেগম (১৭)।
খবর পেয়ে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. শাহ জালাল, এডিশনাল এসপি (কুলাউড়া সার্কেল) মো. আবু ইউছুফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এডিশনাল এসপি (কুলাউড়া সার্কেল) মো. আবু ইউছুফ জানান, উপজেলার টিলাঁগাও ইউনিয়নের বাগৃহাল গ্রামের আছকর আলীর মেয়ে রেহানা বেগমের সাথে পাশ্ববর্তী আশ্রয় গ্রামের রকিব আলীর ছেলে লাল মিয়ার (২০) সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর জের ধরে বিয়ের প্রস্তাব দিলে উভয় পরিবার বিয়েতে রাজি হননি। এমনকি রেহানার বাবা আছকর আলী মেয়ের প্রেমে বাধা-নিষেধ দেন।
রেহানা বাবার নিষেধ অমান্য করায় পাষণ্ড বাবা আছকর আলী স্ত্রীসহ অন্যরা ঘরে না থাকার সুবাদে শনিবার রাত ৩টায় বসতঘরে গলা কেটে হত্যা করে। হত্যায় ব্যবহৃত চুরি, বালতি, এবং ব্লেট উদ্ধার করা হয়েছে।
খুনের পর পাষণ্ড বাবা খুনের দায় প্রেমিক লাল মিয়ার ওপর চাপিয়ে দিতে চাইলে পুলিশি তদন্তে হত্যার মূল ঘটনার রহস্য বের হয়ে আসে। পুলিশ পাষণ্ড খুনী আছকর আলীকে গ্রেফতার করে।




























