খেলাফত মজলিস যুক্তরাজ্য কেমব্রিজ শাখার নতুন কমিটি
- Update Time : ১২:৩৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও যুক্তরাজ্য শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেছেন, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলনের কর্মীদের কে লোকদেরকে কল্যাণ ও মুক্তি দিকে আহ্বান করতে হবে। মানুষদের কে সৎকার্যের নির্দেশ দিয়ে, অসৎ কার্য থেকে নিষেধ করতে হবে, তখনই আন্দোলনের সফলতা জনগণ দেখতে পাবে। খেলাফত মজলিস যুক্তরাজ্য কেমব্রিজ শাখা গঠন উপলক্ষে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ উপরোক্ত কথাগুলো বলেন।
৪ জুলাই কেমব্রিজ স্থানীয় একটি সেন্টারে খেলাফত মজলিস যুক্তরাজ্যের সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রাহমান জাকিরের সার্বিক পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথিন বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার প্রশিক্ষন সম্পাদক মাওলানা মাহবুবুর রাহমান তালুকদার।
কর্মী সভার ২য় অধিবেশনে প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ খেলাফত মজলিস কেমব্রিজ শাখা গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন।
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্হিত ছিলেন মাওলানা মাহবুবুর রাহমান তালুকদার।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, খেলাফত মজলিস কেমব্রিজ শাখা ২০১৭-২০১৮ সেশনের নির্বাচন শুরুর আগে, দায়িত্বশীল নির্বাচন বা নিয়োগের জন্য সংবিধানের নিয়মনীতি বর্ণনা করেন।
উপস্হিত সদস্যদের ভোটের মাধ্যমে কেমব্রিজ শাখার সভাপতি নির্বাচিত হন, মুহাম্মদ নুমান উদ্দীন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন, মুহাম্মদ হারুন মিয়া।
নিম্নে শাখার নির্বাচিত কমিটি, সভাপতি হাফিজ মুহাম্মদ নুমান উদ্দীন, সহ সভাপতি আলহাজ্ব জমশেদ আহমেদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ হারুন মিয়া, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ জুয়েল মুন্না, বায়তুলমাল সম্পাদক কারী ফয়েজ আহমাদ, অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ মুজিবুর রাহমান। প্রেস বিজ্ঞপ্তি




























