সুনামগঞ্জে দীর্ঘতর বাঁশের সাঁকো
- Update Time : ০৮:১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি :: ভারত উপমহাদেশ তথা এশিয়ার দীর্ঘতর বাঁশের সাঁকো বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের ফেকুল মাহমুদপুর সাঁেকা। ওই সাঁকো দিয়ে এলাকার ছাত্র-ছাত্রী সহ জনসাধারণ চলাচল করছে যুগযুগ ধরে।
দেশে উন্নয়নের জোয়ারের ঢামাডোল পেটানো হলেও ভাগ্যের কোন পরিবর্তন ঘটেনি ফেকুল মাহমুদপুর গ্রামবাসীর। দীর্ঘপ্রায় দুই কিলোমিটার বাঁশের সাঁকো বেয়ে পার হতে হয় তাদের। স্কুল কলেজে যেতে হয় তাদেরও শিশু-কিশোর সন্তানদের।
আজ পর্যন্ত জনপ্রতিনিধি সহ প্রশাসনের নজরে একবারও আসেনি বাঁশের দীর্ঘতর সাঁকোটি। সাঁকো পারাপার হতে গিয়ে ঘটনা-দূর্ঘটনায় শিকার হতে হয় আবাল বৃদ্ধ ও বণিতাদের। যেখানে দীর্ঘতর সাঁেকা হতে পারে সেখানে সড়ক দিয়ে সেতু ও কালভার্ট নির্মান যে কঠিন নয় সেটা একেবারে অনুমিত। একমাত্র কর্তৃপক্ষীয় অবহেলা ও অবজ্ঞার শিকার অত্র এলাকার সাধারণ মানুষ। কবে যে ভাগ্যের পরিবর্তন ঘটবে সে অপেক্ষায় যুগের পর যুগ প্রহর গুনছেন এলাকার সাধারণ মানুষ।




























