সুনামগঞ্জ জেলা তালামীযের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- Update Time : ০৩:০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি :: মহান পরওয়ার দীগার তাঁর গোলামী করার জন্য আশরাফুল মাখলুকাত হিসেবে মানব জাতিকে সৃষ্টি করেছেন । আর এই মানব জাতির কষ্ট লাঘব করার জন্য মানব জাতির কল্যানে মহান আল্লাহ তায়ালা পৃথিবীতে সৃষ্টি করেছেন বিভিন্ন প্রজাতির প্রাণী, জীব-জন্তু ।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গরু রক্ষার নামে মানুষ হত্যা করা হচ্ছে । যা অত্যান্ত বেদনাদায়ক, আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । আমরা আশাকরি ভারত সরকার এই মানুষ হত্যাকারি দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন ।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহিবুর রহমান ২ জুলাই রোববার সুনামগঞ্জের শান্তিগঞ্জে সুনামগঞ্জ জেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম সি কলেজ তালামীযের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল ।
জেলা সভাপতি হাফিজ রফিকুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আলম এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ সভাপতি ছালিক আহমদ সুমন, আলী মুহাম্মদ ইউসুফ, সহ সাধারণ সম্পাদক আব্দুল গনী সোহাগ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, প্রচার সম্পাদক নুর হোসেন, সহ প্রচার সম্পাদক মারুফ আহমদ, অর্থ সম্পাদক আব্দুল মতিন রাজন, অফিস সম্পাদক তোফায়েল আহমদ মিনার, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ তাজ উদ্দীন আহমদ হাসান, সহ প্রশিক্ষণ সম্পাদক লুৎফুর রহমান জুনাঈদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক ছাত্রনেতা হাফিজ ছায়েম আহমদ, সদস্য আবু হেনা ইয়াসিন, আবু তাহের, আব্দুল হক, ফেরদৌস আহমদ, জুবায়ের আহমদ, শাহ আলম প্রমুখ ।




























