দক্ষিণ সুনামগঞ্জে মানব সেবায় নব জাগরণ ফাউন্ডেশনের যাত্রা
- Update Time : ০২:০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় অার্থ মানবতার সেবায় এক ঝাক তারুন্যের উতনায় উজ্জীবিত মানব প্রেমিকরা নব জাগরণ ফাউন্ডেশনের অাত্মপ্রকাশ করেছেন।
নব গঠিত কমিটির দায়িত্বশিলরা হলেন, সভাপতি আবদুর রহমান জামী, সহ-সভাপতি তজম্মুল হোসাইন নয়ন, সাধারণ সম্পাদক হোসেন আহমেদ (সায়েম), সহ-সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক জুনাইদ আল-হাবীব,
সহ-সাংগঠনিক সম্পাদক শিব্বীর আহমেদ, প্রচার সম্পাদক দুলাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক মারজান আহমেদ জামান, অর্থ সম্পাদক শিহাব উদ্দীন, কমিটির নির্বাহী সদস্য হচ্ছেন, মোশাররফ হোসাইন, (প্রবাসী)। তজম্মুল হোসেন, (প্রবাসী)।
ওয়াহিদুল হক, (প্রবাসী)। ফয়ছাল আহমেদ,(প্রবাসী)। জুন্নুন আহমেদ, জাকার উদ্দীন, ইয়াছবীর আলম, খাইরুজ্জামান (মামুন), আবুল ফজল (খোকন), ময়নুল হক, মাসুক আলম (মাসুদ),
আবু তাহের ইমন, ময়নুল ইসলাম, লোমান ইসলাম, ছয়ফুল আমীন। প্রেস বিজ্ঞপ্তি




























