১১ পৌরসভা ও ৩৭১ ইউপিতে আ.লীগের প্রার্থী হলেন যারা
- Update Time : ০২:১৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ১১ পৌরসভা ও ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত মেয়র ও ইউপি চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
শনিবার (১৩ মার্চ) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টা বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
এর আগে সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তাদের মনোনয়ন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
আগামী ১১ এপ্রিল পৌরসভা নির্বাচনের ষষ্ঠ ধাপে ১১টি পৌরসভায় ভোট গ্রহণ করা হবে। একই দিনে ৩৭১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।
পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ (৬ষ্ঠ ধাপ)রংপুর বিভাগের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভায় মোঃ গিয়াসউদ্দীন চৌধুরী, দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভায় মোঃ আসলাম, খুলনা বিভাগের যশোর জেলার নওয়াপাড়া পৌরসভায় সুশান্ত কুমার দাস, বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার ঝালকাঠি পৌরসভায় মোহাম্মাদ লিয়াকত আলী তালুকদার, ঢাকা বিভাগের ফরিদপুর জেলার ভাঙ্গা পৌরসভায় এ, এফ, এম-ডি, রেজা, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভায় আলমগীর চৌধুরী, মহেশখালী পৌরসভায় মকসুদ মিয়া, ফেনী জেলা সোনাগাজী পৌরসভায় মোঃ রফিকুল ইসলাম (খোকন), নোয়াখালীর কবিরহাট পৌরসভায় জহিরুল হক রায়হান, কুমিল্লার লাঙ্গলকোট পৌরসভায় আব্দুল মালেক, চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভায় মোহাং জহুরুল ইসলামকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
রাজশাহী বিভাগজেলা : বগুড়াউপজেলা : দুপচাঁচিয়ানং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ তালোড়া মোঃ আব্দুর রাজ্জাক টিপু
উপজেলা : দিঘলিয়ানং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ গাজীরগাট মোঃ কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল২ বারাকপুর গাজী জাকির হোসেন৪ সেনহাটী ফারহানা নাজনীন৪ দিঘলিয়া মোঃ ফিরোজ মোল্যা৫ আড়ংঘাটা মোঃ মফিজুর রহমান৬ যোগীপুল শেখ আনিছুর রহমান
জেলা : বাগেরহাটউপজেলা : মোল্লাহাটনং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ উদয়পুর এস কে হায়দার মামুন২ চুনখোলা মনোরঞ্জন পাল৩ কুলিয়া মিজানুর রহমান মোল্লা৪ গাওলা শেখ রেজাউল কবির৫ কোদালিয়া শেখ রফিকুল ইসলাম৬ আটজুড়ি মোঃ মনিরুজ্জামান মিয়া
উপজেলা : চিতলমারীনং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ বড়বাড়ীয়া মোঃ মাসুদ সরদার২ কলাতলা মোঃ বাদশা মিয়া৩ হিজলা কাজী আবু সাহিন৪ শিবপুর মোঃ অলিউজ্জামান৫ চিতলমারী মোঃ নিজাম উদ্দিন শেখ৬ চরবানিয়ারী অর্চনা দেবী বড়াল (ঝর্না)৭ সন্তোষপুর বিউটি আক্তার
উপজেলা : কচুয়ানং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ গজালিয়া এস এম নাসির উদ্দিন ২ ধোপাখালী মোঃ মকবুল হোসেন৩ মঘিয়া পংকজ কান্তি অধিকারী৪ কচুয়া শিকদার হাদিউজ্জামান৫ গোপালপুর এস,এম, আবু বক্কর সিদ্দিক৬ রাড়ীপাড়া নাজমা আক্তার৭ বাধাল নকীব ফয়সাল অহিদ
উপজেলা : মোরেলগঞ্জনং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ তেলিগাতী মোরশেদা আক্তার২ পঞ্চকরন আঃ রাজ্জাক মজুমদার৩ পুটিখালী আঃ রাজ্জাক সেখ৪ দৈবজ্ঞহাটী মোঃ সামছুর রহমান মল্লিক৫ রামচন্দ্রপুর মোঃ আলিম হাওলাদার৬ চিংড়াখালী মোঃ আলী আক্কাস বুলু৭ হোগলাপাশা মনিশংকর হালদার৮ বনগ্রাম রিপন চন্দ্র দাস৯ বলইবুনিয়া মোঃ শাহজাহান আলী খাঁন১০ হোগলাবুনিয়া মোঃ আকরামুজ্জামান১১ বহরবুনিয়া টি.এম. রিপন১২ জিউধরা মোঃ জাহাঙ্গীর বাদশা১৩ নিশানবাড়ীয়া সাইফুল ইসলাম১৪ বারুইখালী মোঃ শফিকুর রহমান (লাল)১৫ মোরেলগঞ্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা১৬ খাউলিয়া আবুল খায়ের হাওলাদার
উপজেলা : শরণখোলানং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ ধানসাগর মোঃ মইনুল হোসেন২ খোন্তাকাটা মোঃ জাকির হোসেন খান (মহিউদ্দিন)৩ রায়েন্দা মোঃ আজমল হোসেন (মুক্তা)৪ সাউথখালী মোঃ মোজাম্মেল হোসেন
উপজেলা : তালানং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ ধানদিয়া মোঃ শহিদুল ইসলাম২ নগরঘাটা মোঃ কামরুজ্জামান৩ সরুলিয়া মোঃ মতিয়ার রহমান৪ তেঁতুলিয়া এম,এম, আবুল কালাম আজাদ৫ তালা সদর সরদার জাকির হোসেন৬ ইসলামকাটি সুভাষ চন্দ্র সেন৭ মাগুরা গনেশ দেবনাথ৮ খলিষখালী মোঃ মোজাফফর রহমান৯ খেশরা মোঃ রাজিব হোসেন১০ জালালপুর রবিউল ইসলাম( মুক্তি)১১ খলিলনগর প্রণব কুমার ঘোষ
উপজেলা : তজুমদ্দিননং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ চাঁদপুর মোহাম্মদ ফকরুল আলম২ চাচরা মোঃ আবু তাহের৩ সম্ভুপুর মোঃ মিজানুর রহমান
উপজেলা : চরফ্যাশননং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ চরমাদ্রাজ আবদুল হাই২ চরকলমী মোঃ কাউছার৩ হাজারীগঞ্জ সেলিম হোসেন৪ এওয়াজপুর মোঃ মাহাবুব আলম৫ জাহানপুর মোঃ নাজিম উদ্দিন
উপজেলা : মনপুরানং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ হাজিরহাট শাহরিয়ার চৌধুরী২ দক্ষিণ সাকুচিয়া মোঃ অলি উল্ল্যাহ
উপজেলা : ইন্দুরকানিনং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ বালিপাড়া মোঃ কবির হোসেন
উপজেলা : পিরোজপুর সদরনং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ কদমতলা মোঃ হানিফ খান২ কলাখালী মোঃ দিদারুজ্জামান হাওলাদার৩ টোনা ইমরান আলম খান হারুন৪ শারিকতলা মোঃ আজমীর হোসেন মাঝি
উপজেলা : মঠবাড়িয়ানং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ তুষখালী মো: শাহজাহান হাওলাদার২ মিরুখালী আব্দুস সোবহান শরীফ৩ বেতমোর রাজপাড়া মোঃ দেলোয়ার হোসেন আকন৪ আমড়াগাছিয়া মোসাঃ শারমীন জাহান৫ সাপলেজা মোঃ মিরাজ মিয়া৬ হলতাগুলিশাখালী মোঃ রিয়াজুল আলম
উপজেলা : নেছারাবাদনং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ বলদিয়া মোঃ সাইদুর রহমান২ সোহাগদল মোঃ আব্দুর রশিদ মিয়া৩ স্বরূপকাঠী মোঃ আল আমিন৪ আটঘর কুড়িয়ানা শেখর কুমার সিকদার৫ জলাবাড়ী আশিস কুমার বড়াল৬ দৈহারী প্রগতি মন্ডল৭ গুয়ারেখা সুব্রত কুমার ঠাকুর৮ সমুদয়কাঠী মাহমুদ করিম (সবুর)৯ সুটিয়াকাঠী মোঃ রুহুল আমিন অসীম১০ সারেংকাঠী মোঃ নজরুল ইসলাম
উপজেলা : কাউখালীনং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ আমড়াজুড়ি মোঃ জাহাঙ্গীর হোসেন২ কাউখালী সদর মোঃ আমিনুর রশিদ মিল্টন
উপজেলা : নাজিরপুরনং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ মাটিভাঙ্গা শ. ম. বেলায়েত হোসেন২ মালিখালী সুমন মন্ডল৩ নাজিরপুর মোঃ মোশারেফ হোসেন৪ সেখমাটিয়া আতিয়ার রহমান চৌধুরী
উপজেলা : আমতলীনং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ গুলিশাখালী এইচ এম মনিরুল ইসলাম২ কুকুয়া বোরহান উদ্দিন আহমেদ৩ আঠারগাছিয়া মোঃ হারুন-অর রশিদ৪ হলদিয়া মোঃ শহিদুল ইসলাম মৃধা৫ চাওড়া মোঃ আখতারুজ্জামান খান৬ আরপাঙ্গাশিয়া সোহেলী পারভিন
উপজেলা : বামনানং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ বামনা চৌধুরী কামরুজ্জামান২ রামনা মোঃ নজরুল ইসলাম৩ ডৌয়াতলা কামরুল ইসলাম নিজাম মৃধা
উপজেলা : পাথরঘাটানং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ কালমেঘা গোলাম নাছির২ কাঁকচিড়া মোঃ আলাউদ্দিন পল্টু৩ কাঁঠালতলী মোঃ শহিদুল ইসলাম
উপজেলা : বরিশাল সদরনং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ কাশিপুর মোঃ কামাল হোসেন মোল্লা২ চরবাড়িয়া মোঃ মাহতাব হোসেন৩ জাগুয়া মোঃ দিদারুল আলম৪ টংগীবাড়ীয়া বাহউদ্দিন আহমেদ
উপজেলা : বাকেরগঞ্জনং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ চরাদি মোহাম্মদ শফিকুল ইসলাম২ দাড়িয়াল মোঃ সহিদুল ইসলাম হাওলাদার৩ দুধল মোঃ গোলাম মোর্শেদ খান৪ ফরিদপুর এস, এম, শফিকুর রহমান৫ কবাই মোঃ জহিরুল হক তালুকদার৬ নলুয়া আ, স, ম, ফিরোজ আলম খান৭ কলসকাঠি মোঃ ফয়সাল ওয়াহিদ৮ গারুড়িয়া এ, এস, এম, জুলফিকার হায়দার৯ ভরপাশা আশ্রাফুজ্জামান খান১০ রঙ্গশ্রী মোঃ বশির উদ্দিন১১ পাদ্রীশিবপুর মোঃ জাহিদুল হাসান
উপজেলা : উজিরপুরনং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ সাতলা মোঃ শাহীন হাওলাদার২ জল্লা বেবী রানী দাস৩ ওটরা এম এ খালেক৪ শোলক সরদার আব্দুল হালিম৫ বোরাকোঠা মোঃ সহিদুল ইসলাম
উপজেলা : মুলাদীনং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ নাজিরপুর মোঃ মোস্তাফিজুর রহমান২ সফিপুর মোঃ আবু মুসা৩ গাছুয়া মোঃ জসিমউদ্দিন৪ চরকালেখা মোঃ মোহসিন উদ্দিন খান৫ মুলাদী মোঃ কামরুল আহসান৬ কাজিরচর মোঃ মন্টু বিশ্বাস
উপজেলা : হিজলানং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ হরিনাথপুর মোহাম্মদ আব্দুল লতিফ২ মেমানিয়া মোঃ অলিউদ্দিন৩ গুয়াবাড়িয়া মোঃ শাহজাহান তালুকদার৪ বড়জালিয়া মোঃ এনায়েত হোসেন হাওলাদার
জেলা : পটুয়াখালীউপজেলা : দুমকীনং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ পাংগাশিয়া মোঃ নজরুল ইসলাম২ মুরাদিয়া মোঃ মিজানুর রহমান৩ আংগারিয়া সৈয়দ গোলাম মরতুজা
উপজেলা : গলাচিপা নং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম১ আমখলা মোঃ কামরুজ্জামান মনির২ গোলখালী মোঃ নাসির উদ্দিন৩ চিকনিকান্দি সাজ্জাদ হোসেন৪ রতনদী তালতলী গোলাম মোস্তফা




























