ছাতকে বিএনপির কর্মীসভায় গণতন্ত্র ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে- মিজান চৌধুরী
- Update Time : ০৯:২১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ-৫(ছাতক-দোয়ারাবাজার) আসনে বিগত একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন দেশে সুশাসন ন্যায় বিচার জবাবদিহিতা গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্টা করতে জাতীয়তাবাদী সমস্ত শক্তি এবং দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ হতে হবে। সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সিংচাপইড় ইউনিয়ম শাখার যৌথ উদ্যােগে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় কামারগাঁওয়ে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে জেলা যুবদলের সহ-অর্থ সম্পাদক সৈয়দ মনসুর আলী ও জেলা যুবদলের সদস্য গাজী মিল্টনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক, কয়েছ মিয়া, আলী আসকর আমজদ, জেলা বিএনপির সহ সাহিত্য সম্পাদক গোমাল হুসেন শাকিল, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েম আহমদ, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সদরুল আমীন সোহান, মোজাহিদুর রহমান হীরা, আজাদ রব্বানী, রফিকুল ইসলাম, আব্দুর রউফ, আব্দুল ওদুদ, মাহমুদ আলী, উপজেলা যুবদল নেতা আজিজুর রহমান, সাব্বির আহমদ, ফারক আহমদ মিটু, কামাল হোসেন তালুকদার, জসিম উদ্দিন ইউনিয়ন যুবদল নেতা সালেহ আহমদ, সুজন মিয়া, সাইফুল ইসলাম, ওলিউর রহমান আলেক, শফর আলী, সুহেল আহমদ, সেবুল আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য হাবিবুর রহমান সুজন, জেলা ছাত্রদলের সদস্য তালেব তালুকদার, সিংচাপইড় ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিক আহমদ, ছাতক উপজেলা ছাত্রদল নেতা হাবিব আহমদ, জামাল আহমদ, ইকবার হোসেন, হাসান আহমদ, হাফিজুর রহমান, শাহ কামাল, জাকারিয়া আলী, আলা উদ্দিন।

কর্মীসভায় অন্যান্যদের মধ্যে রোম্মান আহমদ, আল আমিন, ইমরান হোসেন, রাসেল আহমদ, রায়হান আহমদ, সানোয়ার আহমদ, কাওছার আহমদ, আলী আহমদ, আকিল আহমদ, সাওন আহমদ, ইমন আহমদ, আনোয়ার আহমদ, আজমল হোসেন, মুতিবুর রহমান, আনোয়ার আহমদ, কাওছার আহমদ, হাসনাত এস সৌরভ, মিলাদ হোসেন প্রমুখ।



















