০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত- ২০

  • Update Time : ০৩:১৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

সুনামগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই পুলিশ সদস্য ও এক শিশুসহ মোট ২০ জন আহত হয়েছে।

 

 

আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, তাহিরপুর বাজারের চাল ব্যবসায়ী এনামুল হক ও চায়ের দোকান মালিক সুরত জামান পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনার সূত্র ধরে রতনশ্রী ও ভাটি তাহিরপুর গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।

 
সংঘর্ষে গুরুতর আহতরা হলেন- আব্দুল আউয়াল (৭০), সাজিম মিয়া (৩৫) মুজিব নূর (৩৭) ও ফাহাদ মিয়া (৫)। তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতে ভর্তি করা হয়েছে।

 
এছাড়া আরও আহত হন- ওয়াহিদুল (৩৪) সুরবল মিয়া, আফজাল হোসেন, জেসমিন, আবুল কাশেম, রমজান আলী, শ্যামল মিয়া।

 
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মনোতোষ রঞ্জন চন্দ বলেন, ‘এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নন্দন কান্তি ধর বলেন, ‘পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত- ২০

Update Time : ০৩:১৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭

সুনামগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই পুলিশ সদস্য ও এক শিশুসহ মোট ২০ জন আহত হয়েছে।

 

 

আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, তাহিরপুর বাজারের চাল ব্যবসায়ী এনামুল হক ও চায়ের দোকান মালিক সুরত জামান পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনার সূত্র ধরে রতনশ্রী ও ভাটি তাহিরপুর গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।

 
সংঘর্ষে গুরুতর আহতরা হলেন- আব্দুল আউয়াল (৭০), সাজিম মিয়া (৩৫) মুজিব নূর (৩৭) ও ফাহাদ মিয়া (৫)। তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতে ভর্তি করা হয়েছে।

 
এছাড়া আরও আহত হন- ওয়াহিদুল (৩৪) সুরবল মিয়া, আফজাল হোসেন, জেসমিন, আবুল কাশেম, রমজান আলী, শ্যামল মিয়া।

 
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মনোতোষ রঞ্জন চন্দ বলেন, ‘এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নন্দন কান্তি ধর বলেন, ‘পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ