আল্লামা ফুলতলী ছাহেব ককিবলাহ (রহঃ) এর হাতে গড়া ছাত্র সংগঠন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেটের ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে বুধবার বাদ আছর গোয়ালাবাজার বায়তুল মুয়াজ্জম জামে মসজিদ থেকে মাহে রামাদ্বানকে স্বাগত জানিয়ে স্বাগত মিছিল বের করা হয়।মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা সভাপতি সালেহ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিয আনোয়ার হুসেন এর পরিচালনায় পথসভা অনুষ্ঠিত হয়।এতে শুভেচ্ছা বক্তব্য রাখেনওসমানীনগর উপজেলা তালামিযের সহ-সভাপতি হাফিয আব্দুল আমীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন
সিলেট জেলা তালামীযের প্রচার সম্পাদক হাফিয শাকির আহমদ চৌঃ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানী নগর আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওঃ এম এ রব, সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুল মতিন গজনবী সাহেব।
জালালীয়া আল-কোরআন গবেষণা পরিষদের উপদেষ্টা মন্ডলীর সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন চৌঃ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – উপজেলা শাখার সহ সেক্রেটারি
হাফিয রুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মকসুদ আহমদ চৌঃ, ফয়ছাল ইসলাম, হাফিয শাহজাহান আহমদ, হাফিয রাসেল আহমদ, মাহবুব খান, জাহাংগীর আলম, হাফিয আব্দুল আলিম, হাফিয সামাদ আলী, তোফাজ্জল আলী রুম্মান, শিবলু আহমদ খান, জুনাইদ আহমদ,রাহেল আহমদ, মনিরুল ইসলাম, জাবেদ আহমদ, আব্দুল মাজিদ, জুবায়ের আহমদ, ফেরদৌস আহমদ, তানবীর হাসান, রায়হান আহমদ, রাসেল আহমদ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও আঞ্চলিক শাখার কর্মিবৃন্দ উপস্তিত ছিলেন। পথসভায় বক্তারা বলেন মাহে রামদ্বানের পবিত্রতা রক্ষায় সকল কে আত্মনিয়োগ করতে হবে এবং কোরআন নাজিলের মাস হিসাবে কোরআন শিক্ষায় মনযোগী হতে হবে। আর দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ রাখতে হবে।ফলে সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি করা হয়। প্রেস বিজ্ঞপ্তি



























