সন্ধ্যায় মিনায় যাবেন হাজিরা, শুক্রবার হজ শুরু
- Update Time : ০৩:৩৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৯
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: “আজ বৃহস্পতিবার (০৮ আগস্ট) সন্ধার পর থেকে সাদা দুটি কাফনের কাপড় পরে লাব্বায়েকের ধ্বনী উচ্চারন করে করে হাজ্বিসাহেবগন আস্তে আস্তে মিনার দিকে রাওয়ানা হবেন।
শুক্রবার (০৯ আগস্ট) বাদ ফজর থেকে শুরু হচ্ছে হজ্বের আনুষ্ঠানিকতা।
পবিত্র হজ্ব, মুসলিম উম্মাহের সবচাইতে বড় মিলনমেলা পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৩৭ লাখ মুসল্লি দুই টুকরো সাদা ইহরাম কাপড়ে শরীর ঢেকে সমবেত হয়েছেন তাঁবুর শহর মিনায়।
এ বছর বাংলাদেশসহ বিশ্বের ১৪০টি দেশের হজযাত্রীরা হজে অংশ নিচ্ছেন।
আজ বৃস্পতিবার স্থানীয় সময় বিকেলে মুসল্লিরা মক্কা নগরী থেকে প্রায় নয় কিলোমিটার দূরের তাঁবুর শহর মিনার উদ্দেশে হেঁটে ও বাসে করে রওনা করবেন।
এর মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হলো। এরই মধ্যে হজের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মক্কা, মিনা, মুজদালিফা ও আরাফাত ময়দানে হাজিদের সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে সৌদি প্রশাসন।
আল্লাহ সকল হাজ্বীদেরকে যেন হজ্জে মবরুর নসীব করেন।





























