অনলাইন ডেস্ক :: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বিজয়ের পর বিএনপি প্রার্থী অ্যাড. সাখাওয়াত হোসেন খানের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন।
শুক্রবার সকালে পৌনে ১১ টার দিকে সাখাওয়াতের খানপুরের বাসায় যান আইভী। এসময় আইভীকে অভ্যর্থনা জানায় বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন।
নাসিক মেয়র নির্বাচিত হওয়ার আগেই আইভী ঘোষণা দিয়েছিলেন পরাজিত হলেও তিনি মিষ্টি নিয়ে সাখাওয়াত হোসেনের বাসায় যাবেন। একই সঙ্গে এ কথাও বলেছিলেন, জিতে গেলে পরের দিন সকালে নাস্তা খেতে সাখাওয়াত হোসেনের বাসায় যাবেন আইভী।
আইভী বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিলো বিজয়ী বা পরাজিত হই, আমি সাখাওয়াত সাহেবের বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবো।
আর সেই প্রতিশ্রুতি রাক্ষার্থে সাখাওয়াত হোসেনের বাসায় গেছেন বিজয়ী প্রার্থী আইভী। সেখানে প্রায় আধা-ঘণ্টা সেখানে সময় কাটান আইভী।
বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, তিনি (আইভী) নারায়ণগঞ্জের উন্নয়নে আমার কাছে সহযোগিতা চেয়েছেন। আমি তাকে সার্বিক সহযোগিতার করার প্রতিশ্রুতি দিয়েছি।
এর আগে, নাসিক নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের চেয়ে প্রায় ৭৮ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন। সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাখাওয়াত হোসেন খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৬ হাজার ৭০০ ভোট। এ নিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী মেয়র পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন।
এর আগে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। প্রায় ৫ লাখ ভোটারের ভোটগ্রহণের এ বিশাল কর্মযজ্ঞে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটানার খবর পাওয়া যায়নি।
প্রধান দু’দলের প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি সন্তুষ্ট ভোটাররাও।
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ২০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মেয়র পদে লড়াই করেন সাতজন। আর ২৭ ওয়ার্ডে ২৭টি কাউন্সিলর পদে ১৫৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ৯টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিষ্টি নিয়ে সাখাওয়াতের বাসায় আইভী
- Update Time : ০৩:৫২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে


























