খুনি ও অর্থপাচারকারীদের অবশ্যই শাস্তি হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- Update Time : ০৫:০০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: খুনি ও অর্থপাচারকারীদের অবশ্যই শাস্তি হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করেই এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে লন্ডন সফররত প্রধানমন্ত্রী হোটেল তাজে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বিচার করেছি। খুনি ও মানিলন্ডাররা যেখানেই পালিয়ে থাকুক, যত টাকাই খরচ করুক তাদের কোনো ক্ষমা নেই, জাতি তাদের ক্ষমা করবে না।’ শেখ হাসিনা বলেন, ‘খুনি ও মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে আদালত রায় দিয়েছে, আমরা সেই রায় বাস্তবায়নে ব্যবস্থা নেব। তারা যত কথাই বলুক, যত গর্জনই করুক না কেন অবশ্যই শাস্তি পেতে হবে।’ বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা ও দলের সহযোগী সংগঠনগুলো এ মতবিনিময় সভার আয়োজন করে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।


























