১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন -এর কবিতা “প্রিয়তমেষু”
- Update Time : ১২:৫৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জেনোরেটরের শব্দে পূর্ণিমার রাত্রিতে
খুন হয়ে গেল নিভৃতচারী শান্ত যুবক,
ওপাশে নিয়ন বাতির জমকালো আলো
রক্ত ঝরে হৃদয়ের সীমান্তে
খুন হয় ঘুম, আঁধার কালো ।
গত বর্ষায় বর্ষাতি হাতে নিয়ে
সাগ্রহে প্রতীক্ষায় শেষ বিকেলে
তুমি আসবে বলে
বৃষ্টির ফোঁটা না ছুঁয়ে দিক
তোমার চিবুক,
বৃষ্টি কে আমি দু’চোখ বুজে
হিংসা করি আমায় স্বৈরাচারী
প্রেমিক ভাবুক ।
তোমার চোখের দিকে থাকিয়ে
আরো একবার নিশ্চিন্তে খুন হয়ে গেলাম
বাদল-দিনের প্রথম কদম ফুল হাতে নিয়ে ।
এই কনকনে পৌষের শীতে
একটু উষ্ণতার খোঁজে
আমি যখন তুমিময় হয়ে উঠি,
মন খারাপে দু’চোখ বুজে
দুঃখগুলো নদী হয়ে যায় ।
নেবুলাইজারের কৃত্রিম অক্সিজেনে
প্রাণপণ চেষ্টায় আরেকটি নিঃশ্বাস নিচ্ছি,
আমায় ক্ষমা কর প্রিয়তমেষু!
একবার ভালবাসি বলার অপরাধে
তোমার নামে পুরো হৃদয় লিখে দিচ্ছি ।


























