১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

একটি মানবিক আবেদন

  • Update Time : ১১:১৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব শাহরিয়ার :: একটি মানবিক আবেদন। লেখাটি পড়ুন: সহযোগিতা করুন, শেয়ার  করে সকলকে পড়ার সুযুগ দিন।

 
একজন মানুষ নাকি ৩,৩৩৩ রকমের স্বপ্ন দেখতে পারে। কে যেন বলেছিলেন কথাটা। তবে অতটা নয়, মাত্র একটা স্বপ্ন দেখে সুমি। সুমি পাগলা উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণিতে পড়া মেধাবী ছাত্রী। বেশি বড় নয়- শুধুমাত্র বেঁচে থাকার স্বপ্ন দেখে সে। যে মেয়ের এখন বান্ধবীদের সাথে গল্প করার কথা, ক্লাসে বসে পাটিগণিত আর জ্যামিতি নিয়ে আঁকিবুকি করার কথা। অকালে ভেসে আসা পানির কলকল ধ্বনি শুনার কথা, সবুজ ঘাসফুল দেখে মুখে হাত দিয়ে বিস্মৃত হওয়ার কথা সে আজ সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের বেডে শুয়ে ব্রেন টিউমারের সাথে যুদ্ধ করছে বাঁচার আঁকুতি নিয়ে।

তার সহায় সম্বলহীন বাবা নিজের সবটুকু দিয়ে মেয়ের চিকিৎসা করিয়েছেন। ডাক্তার জানিয়েছেন অতি দ্রুত তাকে অপারেশন করাতে হবে। এজন্য লাগবে অনেক টাকা, যা তার বাবার পক্ষে দেওয়া কোন ক্রমেই সম্ভব নয়। অকাল বন্যায় যেখানে হাওর পাড়ের মানুষের বাঁচাটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সেখানে মেয়ের অপারেশনের টাকার যোগান দেয়া তার বাবার পক্ষে সুদূর পরাহত স্বপ্নে পরিণত হয়েছে।

এদেশে প্রায় আঠারো কোটি মানুষ।
আমাদের এলাকায় প্রায় তিন লাখ।
প্রত্যেকে যদি ১টাকা করে দেন, কতটাকা হবে!

আপনি যদি সমাজের বিত্তবান হোন, আপনার যদি একটা সুন্দর মন থাকে, মানুষের প্রতি ন্যূনতম সহানুভূতি থাকে- তাহলে আপনি একটু এগিয়ে আসুন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া মেধাবী মেয়েটির প্রতি সহানুভূতির হাতটা একটু বাড়ান প্লিজ!
আপনাদের আমাদের একটু একটু সাহায্যে সে আবারো আমাদের মাঝে ফিরে আসবে, নীল আকাশ দেখবে, সবুজ ঘাসফুল দেখবে, নদীর বয়ে যাওয়া কলকল ধ্বনি শুনতে পারবে, আমরা আবারো তাকে রাতের আকাশে তারার মেলা দেখাতে পারব আর বলব ঐ চাঁদটি হচ্ছিস তুই আর বাকি সবগুলো তাঁরা হচ্ছে সমাজের হৃদয়বান মানুষগুলো যারা তোর পিছনে অক্লান্ত পরিশ্রম করেছে।

পরিশেষ: এই লেখাটি হচ্ছে হাইলাইটস্ আর সুমি নিজেই হচ্ছে বিস্তারিত…।

সাহায্য পাঠানোর ঠিকানাঃ
শাহীন ট্রেডার্স, পাগলা বাজার
মোবা.- ০১৭৬৫০৮১৬৩১ (বিকাশ)
সঞ্চয়ী হিসাব নাম্বারঃ ৪২৫৮
পূবালী ব্যাংক, পাগলা বাজার শাখা।

উপজেলা দক্ষিণ সুনামগঞ্জ। জেলা সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

একটি মানবিক আবেদন

Update Time : ১১:১৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০১৭

ইয়াকুব শাহরিয়ার :: একটি মানবিক আবেদন। লেখাটি পড়ুন: সহযোগিতা করুন, শেয়ার  করে সকলকে পড়ার সুযুগ দিন।

 
একজন মানুষ নাকি ৩,৩৩৩ রকমের স্বপ্ন দেখতে পারে। কে যেন বলেছিলেন কথাটা। তবে অতটা নয়, মাত্র একটা স্বপ্ন দেখে সুমি। সুমি পাগলা উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণিতে পড়া মেধাবী ছাত্রী। বেশি বড় নয়- শুধুমাত্র বেঁচে থাকার স্বপ্ন দেখে সে। যে মেয়ের এখন বান্ধবীদের সাথে গল্প করার কথা, ক্লাসে বসে পাটিগণিত আর জ্যামিতি নিয়ে আঁকিবুকি করার কথা। অকালে ভেসে আসা পানির কলকল ধ্বনি শুনার কথা, সবুজ ঘাসফুল দেখে মুখে হাত দিয়ে বিস্মৃত হওয়ার কথা সে আজ সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের বেডে শুয়ে ব্রেন টিউমারের সাথে যুদ্ধ করছে বাঁচার আঁকুতি নিয়ে।

তার সহায় সম্বলহীন বাবা নিজের সবটুকু দিয়ে মেয়ের চিকিৎসা করিয়েছেন। ডাক্তার জানিয়েছেন অতি দ্রুত তাকে অপারেশন করাতে হবে। এজন্য লাগবে অনেক টাকা, যা তার বাবার পক্ষে দেওয়া কোন ক্রমেই সম্ভব নয়। অকাল বন্যায় যেখানে হাওর পাড়ের মানুষের বাঁচাটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সেখানে মেয়ের অপারেশনের টাকার যোগান দেয়া তার বাবার পক্ষে সুদূর পরাহত স্বপ্নে পরিণত হয়েছে।

এদেশে প্রায় আঠারো কোটি মানুষ।
আমাদের এলাকায় প্রায় তিন লাখ।
প্রত্যেকে যদি ১টাকা করে দেন, কতটাকা হবে!

আপনি যদি সমাজের বিত্তবান হোন, আপনার যদি একটা সুন্দর মন থাকে, মানুষের প্রতি ন্যূনতম সহানুভূতি থাকে- তাহলে আপনি একটু এগিয়ে আসুন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া মেধাবী মেয়েটির প্রতি সহানুভূতির হাতটা একটু বাড়ান প্লিজ!
আপনাদের আমাদের একটু একটু সাহায্যে সে আবারো আমাদের মাঝে ফিরে আসবে, নীল আকাশ দেখবে, সবুজ ঘাসফুল দেখবে, নদীর বয়ে যাওয়া কলকল ধ্বনি শুনতে পারবে, আমরা আবারো তাকে রাতের আকাশে তারার মেলা দেখাতে পারব আর বলব ঐ চাঁদটি হচ্ছিস তুই আর বাকি সবগুলো তাঁরা হচ্ছে সমাজের হৃদয়বান মানুষগুলো যারা তোর পিছনে অক্লান্ত পরিশ্রম করেছে।

পরিশেষ: এই লেখাটি হচ্ছে হাইলাইটস্ আর সুমি নিজেই হচ্ছে বিস্তারিত…।

সাহায্য পাঠানোর ঠিকানাঃ
শাহীন ট্রেডার্স, পাগলা বাজার
মোবা.- ০১৭৬৫০৮১৬৩১ (বিকাশ)
সঞ্চয়ী হিসাব নাম্বারঃ ৪২৫৮
পূবালী ব্যাংক, পাগলা বাজার শাখা।

উপজেলা দক্ষিণ সুনামগঞ্জ। জেলা সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ