১০:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫৫ দিন ধরে বেডরুমে মায়ের মৃতদেহ লুকিয়ে রেখে ধরা পড়ল মেয়ে
- Update Time : ০৫:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: মায়ের মৃতদেহ ঘরের ভেতর ৪৪ দিন লুকিয়ে রাখার পর ধরা পড়েছেন আমেরিকার ৫৫ বছর বয়সী এক মহিলা। নিজের বেডরুমে ৫৪টি কম্বলে লুকিয়ে রাখা ওই মরদেহের দুর্গন্ধ দমানোর জন্য ৬৬টি এয়ার ফ্রেশনার স্প্রে ব্যবহার করেছেন জো-হুইটনি নামের ওই মহিলা। শুক্রবার তাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
চলতি বছরের শুরু থেকে জো-হুইটনির বাড়িতে সবসময়ের জন্য তালা লাগানো থাকত বলে জানায় তার প্রতিবেশীরা। নানা অজুহাতে কাউকে বাড়িতেও প্রবেশ করতে দিতেন না জো-হুইটনির। এমনকি নিকট আত্মীয়দেরও বাড়িতে আসতে নিষেধ করে দিয়েছিলেন তিনি। সম্প্রতি জো-হুইটনির ভাতিজা জানালা ভেঙ্গে বাড়ির ভেতরে ঢুকে আসল ঘটনা জানতে পারেন।
স্থানীয় পুলিশ হুইটনির বক্তব্য রেকর্ড করেছে। তবে হুইটনির মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়নি বলে জানিয়েছে পুলিশ। সূত্র: আনন্দবাজার।




























