০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাবি অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা: হল ছাড়ার নির্দেশ

  • Update Time : ০২:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষের জের ধরে এ ঘোষণা দিয়েছে শাবি প্রশাসন। এছাড়া অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।বুধবার সকাল ১১টায় শাবির রেজিস্ট্রার ইশফাকুল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে শাবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়ার নিজস্ব ক্ষমতাবলে পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বুধবার সকাল সাড়ে ১০টায় সিন্ডিকেট সভা শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সভা চলছিল।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান অনুসারীদের ধাওয়া করে হল থেকে বের করে দেয় ছাত্রলীগেরই আরেকটি গ্রুপ।

ইমরান খানের অভিযোগ শাবি ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জনের নেতৃত্বে বহিরাগতদের সহায়তায় গুলি ছোড়া ও ককটেল ফোটানো হয়। তবে জালালাবাদ থানার ওসি আকতার হোসেন ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনার কথা স্বীকার করলেও গুলি ককটেলের বিষয়টি অস্বীকার করেন।

পরে রাতভর ছাত্রলীগের উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করলে ভোর ৫টার দিকে ছাত্রদের শাহপরান হল, দ্বিতীয় হল ও সৈয়দ মুজতবা আলী হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ছাত্রীদের বৃহস্পতিবারের মধ্যে হল ছাড়তে বলা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শাবি অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা: হল ছাড়ার নির্দেশ

Update Time : ০২:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬

বিশেষ প্রতিনিধি :: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষের জের ধরে এ ঘোষণা দিয়েছে শাবি প্রশাসন। এছাড়া অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।বুধবার সকাল ১১টায় শাবির রেজিস্ট্রার ইশফাকুল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে শাবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়ার নিজস্ব ক্ষমতাবলে পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বুধবার সকাল সাড়ে ১০টায় সিন্ডিকেট সভা শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সভা চলছিল।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান অনুসারীদের ধাওয়া করে হল থেকে বের করে দেয় ছাত্রলীগেরই আরেকটি গ্রুপ।

ইমরান খানের অভিযোগ শাবি ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জনের নেতৃত্বে বহিরাগতদের সহায়তায় গুলি ছোড়া ও ককটেল ফোটানো হয়। তবে জালালাবাদ থানার ওসি আকতার হোসেন ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনার কথা স্বীকার করলেও গুলি ককটেলের বিষয়টি অস্বীকার করেন।

পরে রাতভর ছাত্রলীগের উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করলে ভোর ৫টার দিকে ছাত্রদের শাহপরান হল, দ্বিতীয় হল ও সৈয়দ মুজতবা আলী হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ছাত্রীদের বৃহস্পতিবারের মধ্যে হল ছাড়তে বলা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ