স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর টু বিশ্বনাথ সড়কে একটি যাত্রী বাহী বাস ও মোটর সাইকেলের মুখামুখি সংর্ঘষে মোটর সাইকেল চালক নিহত হয়েছে। নিহত চালকের নাম সাদেকুর রহমান সাদেক (২২)। সে জগন্নাথপুর পৌরএলাকার ইকড়ছই গ্রামের মৃত ওয়াছ আলীর পুত্র। বৃহস্পতিবার ময়না তদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়ি পৌছে শতশত এলাকাবাসী তাকে শেষ দেখা দেখতে ভীর করেন। এ সময় তার মায়ের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠে। পরিবারে প্রথম বড় সন্তান কে হারিয়ে তার মা বার বার মুর্ছা যাচ্ছেন। আকস্মিস এই তরুন যুবকের মৃত্যুতে শোকাহত পুরোগ্রামবাসী।
জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যার দিকে জগন্নাথপুর বাস স্ট্যান্ড থেকে সিলেটের উদ্যোশে ছেড়ে যাওয়া একটি যাত্রাবাহী বাসের সঙ্গে বিপরিত থেকে মোটর সাইকেল যোগে সাদেকুর রহমান পীরের বাজার থেকে জগন্নাথপুর পৌরশহরে ফেরার পথে জগন্নাথপুর- বিশ্বনাথ সড়কের সড়কের লহরি নামক স্থানে বাস ও মোটর সাইকের মধ্যে মুখামুখি সংর্ঘষ বাঁধে। এতে গুরুত্বর আহত হয় সাদেকুর রহমান। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতা ভর্তি করা হলে সেখানে সে মারা যায়। ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার বাদ আসর ইকড়ছই হাফিজিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীসহ শতশত মানুষ অংশ নেন। পরে তাকে এলাকার পঞ্চায়িতী কবর স্থানে দাফন করা হয়েছে। নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ভাই হাফিজ ইমন।




























