০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন করবেন না বৃটিশ লেবার দলের ৪ এমপি, বৃটেনজুড়ে তোলপাড়

  • Update Time : ০৩:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :: বৃটিশ মুলুকে তুলকালাম। প্রধানমন্ত্রী তেরেসা মে ৮ই জুন আগাম নির্বাচন ঘোষণা করে ঝড় তুলে দিয়েছেন রাজনীতিতে। চলছে দলগুলোর পারফরমেন্সের পোস্টমর্টেম। আশঙ্কা করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেকার সময় থেকে এখন পর্যন্ত সবচেয়ে খারাপ ফল করতে যাচ্ছে বিরোধী লেবার পার্টি। যদি তারা অবস্থার উন্নতি ঘটাতে ব্যর্থ হয় তাহলে দলটি বিলোপের পথে যেতে পারে। এটাই হবে তাদের সবচেয়ে বড় ক্ষতি। লন্ডনের প্রভাবশালী অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্টে এমনই ইঙ্গিত দিচ্ছেন সাংবাদিক জন স্টোন। তিনি লিখেছেন, লেবার দলের শীর্ষ পদগুলোর মধ্যে বিশৃংখলার ফলে এরই মধ্যে বর্তমানের  ৪ জন এমপি জুনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন। তারা হলেন মিডলসবরো সাউথ আসনের টম ব্লেঙ্কিনসপ, সাবেক ছায়া চ্যান্সেলর অ্যালন জনসন, ছায়া শিক্ষামন্ত্রী প্যাট গ্লাস ও ইয়ান রাইট। টম ব্লেঙ্কিনসপ সাফ জানিয়ে দিয়েছেন, বর্তমানে লেবার দলের নেতৃত্বে উল্লেখযোগ্য ও পুনরুজ্জীবিত করার মতো নয় এমন মতভেদ রয়েছে। এ অবস্থায় তিনি তার আসনে নির্বাচন করবেন না। অ্যালান জনসন বলেছেন একই রকম কথা। তিনি বলেছেন, তিনি নির্বাচনে নীরব থাকাটাই হবে দলের জন্য উত্তম। নানা হিসাব নিকাশে দেখা গেছে জেরেমি করবিন নেতৃত্বাধীন লেবার পার্টি এবার মাত্র ১৫৭ টি আসন পেতে পারে। ২০১৫ সালে এ দলটি পেয়েছিল ২৩২ টি আসন। ১৯৩৫ সালের পর থেকে এটাই হবে এ দলের সবচেয়ে কম আসন। ওই নির্বাচনে লেবার দল ােয়েছিল ১৫৪ আসন

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নির্বাচন করবেন না বৃটিশ লেবার দলের ৪ এমপি, বৃটেনজুড়ে তোলপাড়

Update Time : ০৩:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭

অনলাইন ডেস্ক :: বৃটিশ মুলুকে তুলকালাম। প্রধানমন্ত্রী তেরেসা মে ৮ই জুন আগাম নির্বাচন ঘোষণা করে ঝড় তুলে দিয়েছেন রাজনীতিতে। চলছে দলগুলোর পারফরমেন্সের পোস্টমর্টেম। আশঙ্কা করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেকার সময় থেকে এখন পর্যন্ত সবচেয়ে খারাপ ফল করতে যাচ্ছে বিরোধী লেবার পার্টি। যদি তারা অবস্থার উন্নতি ঘটাতে ব্যর্থ হয় তাহলে দলটি বিলোপের পথে যেতে পারে। এটাই হবে তাদের সবচেয়ে বড় ক্ষতি। লন্ডনের প্রভাবশালী অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্টে এমনই ইঙ্গিত দিচ্ছেন সাংবাদিক জন স্টোন। তিনি লিখেছেন, লেবার দলের শীর্ষ পদগুলোর মধ্যে বিশৃংখলার ফলে এরই মধ্যে বর্তমানের  ৪ জন এমপি জুনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন। তারা হলেন মিডলসবরো সাউথ আসনের টম ব্লেঙ্কিনসপ, সাবেক ছায়া চ্যান্সেলর অ্যালন জনসন, ছায়া শিক্ষামন্ত্রী প্যাট গ্লাস ও ইয়ান রাইট। টম ব্লেঙ্কিনসপ সাফ জানিয়ে দিয়েছেন, বর্তমানে লেবার দলের নেতৃত্বে উল্লেখযোগ্য ও পুনরুজ্জীবিত করার মতো নয় এমন মতভেদ রয়েছে। এ অবস্থায় তিনি তার আসনে নির্বাচন করবেন না। অ্যালান জনসন বলেছেন একই রকম কথা। তিনি বলেছেন, তিনি নির্বাচনে নীরব থাকাটাই হবে দলের জন্য উত্তম। নানা হিসাব নিকাশে দেখা গেছে জেরেমি করবিন নেতৃত্বাধীন লেবার পার্টি এবার মাত্র ১৫৭ টি আসন পেতে পারে। ২০১৫ সালে এ দলটি পেয়েছিল ২৩২ টি আসন। ১৯৩৫ সালের পর থেকে এটাই হবে এ দলের সবচেয়ে কম আসন। ওই নির্বাচনে লেবার দল ােয়েছিল ১৫৪ আসন

এখানে ক্লিক করে শেয়ার করুণ