০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কবি ইমামুল ইসলাম রানা’র দু-টি কবিতা

  • Update Time : ০৩:১৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

কুলছুম (১)
সবুজে হেসে উঠা প্রকৃতি
ধানের গন্ধে ভরা ফসলের মাঠ,
কাননে ফুলের হাসি – সুরভিত নির্যাস।
আমার আঙ্গিনায় তোমার পদচহ্ন।
সমস্থ ঘর জুড়ে তোমার সুকোমল গন্ধ।
আমার অন্তরে বাহিরে –
সমস্থ সত্বা জুড়ে তুমি – তুমি
তুমি আমার কুলছুম।

 

কুলছুম (২)

 

তোমার রুপের শিকারে
যে পরে পড়ুক! !
হাসির আগুনে যে পুড়ে পুড়ুক !
তাতে তোমার কি ?
তোমার প্রেমের দেরাজে
পূ্র্ণ বাসনার মাঝে –
আমিই একমাত্র দেবদূত ”
অন্ধ নির্বোধ সত্য প্রেম
শুদ্ধ ভালবাসার জ্বলন্ত মশাল।

 

কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ।

মোবাইল 01712-745410

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কবি ইমামুল ইসলাম রানা’র দু-টি কবিতা

Update Time : ০৩:১৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭

কুলছুম (১)
সবুজে হেসে উঠা প্রকৃতি
ধানের গন্ধে ভরা ফসলের মাঠ,
কাননে ফুলের হাসি – সুরভিত নির্যাস।
আমার আঙ্গিনায় তোমার পদচহ্ন।
সমস্থ ঘর জুড়ে তোমার সুকোমল গন্ধ।
আমার অন্তরে বাহিরে –
সমস্থ সত্বা জুড়ে তুমি – তুমি
তুমি আমার কুলছুম।

 

কুলছুম (২)

 

তোমার রুপের শিকারে
যে পরে পড়ুক! !
হাসির আগুনে যে পুড়ে পুড়ুক !
তাতে তোমার কি ?
তোমার প্রেমের দেরাজে
পূ্র্ণ বাসনার মাঝে –
আমিই একমাত্র দেবদূত ”
অন্ধ নির্বোধ সত্য প্রেম
শুদ্ধ ভালবাসার জ্বলন্ত মশাল।

 

কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ।

মোবাইল 01712-745410

এখানে ক্লিক করে শেয়ার করুণ