জগন্নাথপুর পত্রিকা :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সফরসঙ্গী হয়ে ভারত যাচ্ছেন বিশ্বনাথের আফিয়া খানম ফিশারিজ’র স্বত্তাধিকারী রুবা খান। তিনি বাংলাদেশের বৃহত্তম বানিজ্য সংগঠন এফবিসিসিআই এর আয়োজিত এক বানিজ্যিক সফরে আগামীকাল ৭ এপ্রিল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্রমণসঙ্গী হয়ে ভারত গমন করবেন।
সিলেট উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য ও এফবিসিসিআই এর জিবি মেম্বার রুবা খানম বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের রামধানা গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। ভ্রমনকালীন সময়ে তিনি সকলের দোয়াপ্রার্থী।




























