সৈয়দপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের পুরস্কার বিতরণ
- Update Time : ০১:২০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের উদ্যােগে ১২তম মেধা বৃত্তি পরীক্ষায় জগন্নাথপুর উপজেলার তিন স্থরের শিক্ষা প্রতিষ্টান যথাক্রমে স্কুল, অালীয়া ও কওমী মাদরাসার ৮ম শ্রণী সমমান শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে মোট ৩৯ জন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্টান ২৫ মার্চ শনিবার উপজেলার সৈয়দপুর অালীয়া মাদরাসার হল রুমে দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সদস্য সচিব লেখক গবেষক অধ্যক্ষ হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান অাহমদের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলিয়ারপাড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মঈনূল ইসলাম পারভেজ, বিশেষ অতিথি ছিলেন শামছিয়া সমিতি লন্ডনের সভাপতি পীর অাহমদ কুতুব, চরা জামেয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা সালেহ অাহমদ, শাহজালাল জামেয়া দ্বীনিয়া দাখিল মাদরাসার সুপার কাজি মাওলানা মোফাজ্জল হোসেন, সাবেক ইউপি সদস্য মাওলানা সৈয়দ মুনসিফ অালী, মাওলানা সৈয়দ তহুর অাহমদ তৈয়ফুর, কবি অাজমল হেসেন প্রমূখ।
উল্লেখ্য হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট সৈয়দপুরের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানূরাগী ও দানবীর সৈয়দ হুমায়ূন কবীর ফুজেল তাঁর মায়ের নামে ২০০৫ খ্রি. শিক্ষামূলক ট্রাস্ট গঠন করেন। দীর্ঘ একযুগ হয় জগন্নাথপুর উপজেলার স্কুল, অালীয়া ও কওমী মাদরাসার ৮ম শ্রণী সমমান শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে নির্বাচিত মেধাবীদেরকে ট্রাস্টের মাধ্যমে সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অাসবাবপত্র এবং গরীব মেধাবীদের সাহায্য সহযোগিতা করে থাকে।




























