আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





সুনামগঞ্জে ৩কোটি টাকা মুল্যের তক্ষক উদ্ধার

অনলাইন ডেস্ক :: সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধীনস্থ দোয়ারা বাজার উপজেলার বাঁশতলা বিওপি’র নায়েক মোঃ নুরে আলম এর নেতৃত্বে একটি টহল দল শুক্রবার সকাল ৯ ঘটিকায় সীমান্ত পিলার ১২৩০/২-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝুমগাঁও নামক স্থান হতে ১টি বাংলাদেশী তক্ষক (৭.৫ ইঞ্চি) আটক করে, যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
বিজিবি এর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উপরোল্লেখিত তক্ষক ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত অবস্থায় বর্ণিত তক্ষক আটক করে। এ ব্যাপারে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।
২৮ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ মাহবুব আলম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ