বিশেষ প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলা জাতিয়পাটির উদ্যােগে ২০ মার্চ সোমবার বিকেলে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের জন্মদিন পালন করেছে ।
জগন্নাথপুর জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে ‘শুভ শুভ শুভ দিন পল্লীবন্ধুর জন্মদিন’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় পার্টির নেতা-কর্মীরা একে অন্যকে মিষ্টি মূখ করিয়ে আনুষ্ঠানিকভাবে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের জন্মদিন পালন করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম রফিকের পরিচালনায় অনুষ্টিত অালোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব সংহতি নেতা ছুফি মিয়া, জাপা নেতা আব্দাল মিয়া, আরব আলী, আব্দুস শহীদ, ছোরাব উল্ল্যা, মাসুক মিয়া, আমীর আলী, শাকিল আহমদ, জোবায়ের আলম, রিপন মিয়া, মাখন মিয়া প্রমূখ। এ সময় সাংবাদিক বিপ্লব দেব নাথ, জাতীয়তাবাদী যুবদল নেতা নিজাম কোরেশী, বিশিষ্ট পুস্তক ব্যবসায়ী রুহেল আহমদ রাজা, সহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।




























