আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জগন্নাথপুরের পাটলীতে শীতবস্ত্র বিতরণ

 

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরের পাটলীত হেল্পিং কমিউনিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার পাটলীতে প্রবাসী সাজ্জাদ আলী ও সমুজ আলী এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন।

এলাকার মুরব্বী সানাওর মিয়ার সভাপতিত্বে ও জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা সালিক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগ নেতা আজিজুস সামাদ আজাদ ডন বলেন, প্রবাসীরা এলাকার মানুষের জন্য যে উদ্যোগ গ্রহন করেছেন তা প্রশংসার দাবি রাখে। সরকার গরীব দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু সঠিক পরিকল্পনা ও বণ্ঠনের অভাবে অনেক বঞ্চিত হন। এ ক্ষেত্রে প্রবাসীরা নিজ উদ্যোগে সাহায্যের হাত প্রসারিত করেন।তিনি হেল্পিং কমিউনিটির কর্ম পরিধি শুধু পাটলী বা জগন্নাথপুরে নয়, সুনামগঞ্জের প্রতিটি উপজেলায় বিস্তৃত করার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান সেলিম, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, প্রভাষক অহী আলম রেজা। উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান হাবীব, ছাত্রলীগ নেতা জাবেদ অঅহমদ, নজরুল হোসেন, শিব্বির আহমদ সানী, রফিক মিয়া, মসলু মিয়া, আফরোজ আলী, মন্তাজ মিয়া, ফাহাদ, নূর মিয়া, মুহিবুর রহমান, আবু মিয়া প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ