স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, প্রবাসীরা নারির টানে সুদুঢ় প্রবাস থেকে দেশে এসে শিক্ষার উন্নয়নের পাশাপাশি, জগন্নাথপুর উপজেলার অার্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপুর্ন ভূমিকা পালনপ করছেন। প্রবাসিরা নিজে অল্প খরছ করে মাস শেষে বাড়িতে টাকা পাঠিয়ে দেন, প্রবাসিদের টাকায় দেশের অনেক উন্নয়নে সহযোগীতা হচ্ছে । শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে এখন উন্নয়নের কাজ চলছে। শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, তোমরা এখন স্বাধীন দেশের নাগরিক। তোমরা সুশিক্ষা অর্জনের মাধ্যমে উচ্চ শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হবে এমন প্রত্যাশা করি আমরা। ১৮ মার্চ শনিবার বিকেলে জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে জগন্নাথপুর উপজেলার মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১৭তম বৃত্তি বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতি আশিক চৌধুরীর সভাপতিত্বে ও ট্রাস্টের জেনারেল সেক্রেটারী মুহিব চৌধুরী ও সাবেক জেনারেল সেক্রেটারী মুজিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট -২ আসনের সাবেক সংসদ সদস্য সিলেট জেলা অাওয়ামীলীগের সেক্রেটারী শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ব্যারিষ্টার এনামুল কবীর ইমন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন, ট্রাস্টের প্রতিষ্টাতা সাবেক সভাপতি এম, এ আহাদ, জগন্নাথপুর পৌরসভার মেয়র হাজি আব্দুল মনাফ, ট্রাস্টি সাজ্জাদ মিয়া, নুরুল হক লালা মিয়া, হরমুজ আলী, জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক জেনারেল সেক্রেটারী মল্লিক শাকুর ওয়াদুদ, ট্রাস্টি হাসনাত আহমদ চুন্নু, যুক্তরাজ্য অাওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ অাবুল কাসেম, আলী আক্কাস, এম, ইকবাল হোসেন, আবদাল মিয়া, ড: সানাওয়ার ইসলাম চৌধুরী, আলফাজুর রহমান জাকির, প্রেসক্লাব সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান কামালী, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, শিক্ষক আমির হামজা, এম এ ওয়াহিদ, আব্দুল হান্নান প্রমুখ। অনুষ্টানে ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্হিত ছিলেন।
বৃত্তি বিতরণ অনুষ্টানে প্রতি বছরেরমত এবারও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীদেরকে নগদ টাকা ও সনদপত্র প্রদান করা হয়েছে।
বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিভিন্ন প্রতিষ্টান থেকে বৃত্তি নিতে অাসা ছোট ছোট ছাত্র-ছাত্রীরা নেতৃবৃন্দের বক্তব্য শুন্তে শুন্তে বিরক্তিপ্রকাশ করেছেন।




























