অাশারকান্দি ইউনিয়নে সংবর্ধনা সভা অনুষ্টিত
- Update Time : ০১:১৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের মিরপুরে সমাজসেবক শিক্ষানুরাগী হান্নান মিয়া ও আমতারুল হক চৌধুরী কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মিরপুর মৌজার বিশিষ্ট মুরব্বি আব্দুল নূর এর সভাপতিত্বে ও সমাজকর্মী আমজাদ হোসেন সুমনের পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা সভার শুরু পবিত্র কোরঅান থেকে তেলাওয়াত করেন অাব্দাল হোসেন রিমন। সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অাশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবি গবেষক দিনুল ইসলাম বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক ও রাজনীতিবিদ গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, ইউপি সদস্য আব্দুস সামাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এপেক্স ক্লাবের সাবেক সভাপতি এমদাদুর রহমা, কাঠাল খাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ছানু মিয়া, কাঠাল খাইড় উত্তরপাড়া জামে মসজিদের মতোওয়াল্লী মুরশেদ আলী, আব্দুল হক, সেজু আহমদ, শেলু মিয়া, রফিক আলী, সেমিম আহমদ, সুরাব আলী, হাফিজ মিয়া, রাশেদ আহমদ, শাহেদ আহমদ, শামসুজ্জামান, আঙ্গুর মিয়া, মোজাহিদ হাসান, মাসুক মিয়া, আব্দুস শহিদ, আনহার মিয়া, রঞ্জন নাথ, সুনিল নাথ, আফজল মিয়া, অনিল দেবনাথ, সুন্দর আলী, আশিক মিয়া, ফারুক মিয়া, নেফুর মিয়া, ফাইজুল ইসলাম, শাহিন মিয়া, রুবেল মিয়া ও সুহেল মিয়া প্রমুখ। পরে সংবর্ধিত অতিথি হান্নান মিয়া ও আমতারুল হক চৌধুরী কে মিরপুর মৌজার পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি




























