আজ, , ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জগন্নাথপুর শহরে এই প্রথম অত্যাধুনিক মার্কেট মিতালী প্লাজার অফিস উদ্ভোধন

স্টাফ রিপোর্টার :: প্রবাসী অধ্যাসিত জগন্নাথপুর শহরে এই প্রথম অত্যাধুনিক মার্কেট মিতালী প্লাজা নামে নির্মাণ হতে যাচ্ছে। যা সত্যিই উপজেলাবাসীর জন্য অানন্দের।

পৌর পয়েন্টে মিতালী প্লাজার অফিস উদ্ভোধন উপলক্ষে এক দোয়া মাহফিল ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন
শায়খুল হাদীস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক শায়খে সৈয়দপুরী।

দোয়া মাহফিল ও অালোচনা সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র হাজি আব্দুল মনাফ, শিক্ষাবিদ আবু হুরায়রা সাদ মাষ্টার, বিশিষ্ট ব্যাবসায়ী হাজি আব্দুল জব্বার, এডভোকেট জিয়াউর রহমান শাহিন, প্রিন্সিপাল হাফেজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, বিশিষ্ট ব্যাবসায়ী শফিকুর রহমান লিলু, জহিরুল ইসলাম জহির স্যার, ব্যাবসায়ী জামাল উদ্দিন বেলাল,
কবির আহমদ, প্রমুখ।
উদ্যােগদাতাদের মধ্যে প্রজেক্ট চেয়ারম্যান মাওলানা ইমরান আহমদ, ভাইস চেয়ারম্যান এনামুল হাসান, ভাইস চেয়ারম্যান হাসমত উল্লাহ খান, এমডি উমর ফারুক রহমা। দোয়া মহফিল ও অালোচনা সভায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।

মিতালী প্লাজা নির্মাণ হলে
প্রবাসী অধ্যুাষিত জগন্নাথপুর উপজেলার মানুষ একিই স্হানে মার্কেটিং সহ আর অত্যাধুনিক সকল সুবিধা পাবেন।

অালোচনা সভায় বক্তারা, জগন্নাথপুরের মানুষের প্রত্যাশিত স্বপ্ন বাস্তবায়নে মিতালী প্লাজা সফলতায় এগিয়ে যাবে এই প্রত্যাশা করছেন অার মিতালী প্লাজার জন্য দোয়া কামনা করছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ