আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





সিলেটে ফানুস দেখতে কাজিরবাজার সেতুতে হাজারো মানুষের ঢল

স্টাফ রিপোর্টার :: সিলেট মহানগরীর কাজিরবাজার সেতুর উপর বিজয়ের সন্ধ্যায় জমেছিল হাজারো মানুষের মিলনমেলা। একসাথে উড়ানো ৪শ’ ফানুসে আর বর্ণিল আতশবাজিতে উদযাপিত হলো বাংলাদেশের ৪৫ তম বিজয় দিবস। সাথে ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কালজয়ী গানও।

শুক্রবার সন্ধ্যায় ঘন্টাব্যাপী এই ফানুসগুলো উড়ানো হয় পরে আরো আধাঘন্টা চলে আতশবাজির খেলা। কোন অপ্রীতিকর ঘটনাছাড়াই সম্পন্ন হয়েছে ব্যতিক্রমী আয়োজনটি।
তিল ধারনের ঠাই ছিলনা ব্রীজের দু’পাশে। শত শত তরুণ-তরুণী, শিশু-কিশোর এসেছিলেন ফানুসের উড়াউড়ি দেখতে।
সামাজিক সংগঠন ‘বিজয় বাংলা’ গৌরবময় বিজয় দিবসকে কেন্দ্র করে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।
সংগঠনের আহবায়ক শাহাদাত হোসেন টিংকু জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত কাজিরবাজার সেতুতে ৪শ’ ফানুস উড়ানো হয়েছে। ফানুসগুলোতে ছিল লাল-সবুজের আবহ। একইসাথে ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান এবং আতশবাজি।

প্রসঙ্গত, সামাজিক সংগঠন ‘বিজয় বাংলা’র সাথে যারা জড়িত তাদের মূল সংগঠন হচ্ছে ‘সিলেট ইয়াং লিডারশিপ ফোরাম’। এই ফোরাম মাদক, দুর্নীতিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কাজ করছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ