মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী নবীন লীগ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে জগন্নাথপুর পৌর পয়েন্টে অবস্থিত তালুকদার রেষ্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নবীন লীগের জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক শামসুদ্দিন আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃআব্দুল কাদিরের পরিচালনায় অনুষ্টিত অালোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক হুমায়ুন আহমদ, সিনিয়র সদস্য রমেশ দেবনাথ, শের খা, উপজেলা ছাত্রলীগ নেতা সালমান হোসেন।
অালোচনা সভায় বক্তারা, মহান বিজয় দিবস উপলক্ষ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সভা শেষে পৌর পয়েন্ট থেকে র্যালী নিয়ে জগন্নাথপুর কেন্দ্রীয় শহিদ মিনারে রাত ১২.০১মিনিটে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য, সিহাব উদ্দিন, জিলু মিয়া, মাছুম আহমদ, কাউছার আহমদ, আবু তাহের, ফয়ছল আহমদ, শিপন মিয়া, লিকন মিয়া, ছালে আহমদ, এমদাদ মিয়া, জাকির হোসেন, ইমাম উদ্দিন, নেছার আহমদ, রাজু মিয়া, সজিব মিয়া, শাকিল মিয়া, হাসান আহমদ, রিপন মিয়া, মুন্না আহমদ, সানি আহমদ, শরিফ মিয়া, গনেশ, অজিদ, ইসমাইল হোসেন সহ আরো অনেকে। সংবাদ বিজ্ঞপ্তি










