০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শেরপুরের গজল সন্ধ্যা

  • Update Time : ০২:৪৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নামফলক থেকে আলেমদের নাম মুছে ফেললেও জনতার হৃদয় থেকে মুছা যাবেনা

—– মাওলানা মুসলেহ উদ্দীন রাজু

 

শেরপুর ইসলামী সাংস্কৃতিক ফোরাম, ওসমানীনগর, সিলেট-এর উদ্যোগে আয়োজিত কেরাআত সম্মেলন, ইসলামী গজল সন্ধ্যা ও অপসংস্কৃতি রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা কবি মীম সুফিয়ানের সঞ্চালনায় শেরপুর নতুন বাজারে গতকাল বিকেল ৩ঘটিকা থেকে শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গহরপুর জামিয়ার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দীন রাজু।
তিনি বলেন, দেশের মধ্যে যে নৈরাজ্য চলছে, তা খুবই গর্হিত কাজ। হাফেজ্জী হুজুর রহঃ-এর নামকরণে ঢাকায় একটা রাস্তা ছিলো, সেখান থেকে তাঁর নাম মূছে ফেলে দেওয়া হচ্ছে। নাম মুছামুছি আর কতদিন করবেন। কতদিন ক্ষমতায় থাকবেন। বেশিদিন নয়। কেউই ক্ষমতায় বেশিদিন টিকে থাকতে পারেনি, ইতহাস সাক্ষী। নেমপ্লেট থেকে হাফেজ্জী হুজুর, আলেমদের নাম মুছে ফেললেও মানুষের হৃদয় থেকে মুছা যাবে না। কখনো না। পরিশেষে ইসলামী সাংস্কৃতির বিজয় কামনা করে বক্তব্য শেষ করেন।
প্রোগ্রামের আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট মাওলানা শাহ মমশাদ আহমদ। তিনি বলেন, ইসলামী সুংস্কৃতির আজ প্রয়োজন। যে হারে ঢোল-তবলা দিয়ে গান চলছে, অপসংস্কৃতির সয়লাবে ভরে যাচ্ছে দেশ। তার বিকল্পব্যবস্থা আমাদেরকেই নিতে হবে। বেশিবেশি করে কেরাআত সম্মেলন, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে।

 

এছাড়া বক্তব্য রাখেন, মাওলানা জুনাইদ কিয়ামপুরী। মুফতি জিয়াউর রহমান। মুফতি দানিয়াল মাহমুদ। মুফতি ওযীরুল ইসলাম মাসউদসহ অনেকেই। উপস্থিত ছিলেন জামেয়া আনোয়ারুল কোরআন রাজনগর-এর মুহতামিম, সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা আহমদ বেলাল। বালাগঞ্জ উপজেলার ভাইস-চেয়ারম্যান মাওলানা আলী আসগর। মাওলানা নাইম উদ্দীন। মীম মাহফুজ। মুহাম্মদ রাইহান। হামমাদ রাগিব। সাকিব মুযাক্কির। আবদুল্লাহ আল মনসুর শাহ আনহার ইসলাম। হাম্মাদ তাহমীমসহ অনেক লেখক-সাহিত্যিক। এতে মিডিয়া পরিচালনার দায়িত্বে ছিলেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইমান বিন সিদ্দিক।

 

সম্মেলনে কেরাআত পরিবেশন করেন শায়খুল কোররা কারী আব্দুল মতিন। ক্বারী বেলাল আহমদ। ক্বারী জহিরুল ইসলাম। ক্বারী মুশাহিদ শিকদারসহ অনেকেই।
মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত পরিবেশনা করেন, বাংলার জুনায়েদ জামশেদ আহমদ আব্দুল্লাহ। প্রখ্যাত শিল্পী শালিন আহমদ। শিল্পী মামুনুর রশীদ। ইসহাক আলমগীর। রাকিব আল হাসান। জাহেদ আহমদ প্রমুখ।

 

ক্বারী সাহেবগণের সুমধুর তেলাওয়াতে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শেরপুর নতুন বাজার। শ্রোতাদর্শক আবেগাপ্লুত হয়ে পড়েন এতসুন্দর তেলাওয়াত শুনে। শিল্পীবৃন্দের মনোমুগ্ধকর পরিবেশনা শুনে উপস্থিত হাজারো জনতা আরো চাই আবারো চাই, এরেকটা হবে আরেকটা হবে বলে ওঠেন। শ্রোতারা এভাবেই মুগ্ধ হয়ে পড়েন। রাত সাড়ে এগারোটায় ফোরামের আহবায়ক নাসির আল-হাদীর দোয়ার মাধ্যমে কেরাআত সম্মেলন ও ইসলামী গজল সন্ধ্যা সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শেরপুরের গজল সন্ধ্যা

Update Time : ০২:৪৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

নামফলক থেকে আলেমদের নাম মুছে ফেললেও জনতার হৃদয় থেকে মুছা যাবেনা

—– মাওলানা মুসলেহ উদ্দীন রাজু

 

শেরপুর ইসলামী সাংস্কৃতিক ফোরাম, ওসমানীনগর, সিলেট-এর উদ্যোগে আয়োজিত কেরাআত সম্মেলন, ইসলামী গজল সন্ধ্যা ও অপসংস্কৃতি রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা কবি মীম সুফিয়ানের সঞ্চালনায় শেরপুর নতুন বাজারে গতকাল বিকেল ৩ঘটিকা থেকে শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গহরপুর জামিয়ার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দীন রাজু।
তিনি বলেন, দেশের মধ্যে যে নৈরাজ্য চলছে, তা খুবই গর্হিত কাজ। হাফেজ্জী হুজুর রহঃ-এর নামকরণে ঢাকায় একটা রাস্তা ছিলো, সেখান থেকে তাঁর নাম মূছে ফেলে দেওয়া হচ্ছে। নাম মুছামুছি আর কতদিন করবেন। কতদিন ক্ষমতায় থাকবেন। বেশিদিন নয়। কেউই ক্ষমতায় বেশিদিন টিকে থাকতে পারেনি, ইতহাস সাক্ষী। নেমপ্লেট থেকে হাফেজ্জী হুজুর, আলেমদের নাম মুছে ফেললেও মানুষের হৃদয় থেকে মুছা যাবে না। কখনো না। পরিশেষে ইসলামী সাংস্কৃতির বিজয় কামনা করে বক্তব্য শেষ করেন।
প্রোগ্রামের আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট মাওলানা শাহ মমশাদ আহমদ। তিনি বলেন, ইসলামী সুংস্কৃতির আজ প্রয়োজন। যে হারে ঢোল-তবলা দিয়ে গান চলছে, অপসংস্কৃতির সয়লাবে ভরে যাচ্ছে দেশ। তার বিকল্পব্যবস্থা আমাদেরকেই নিতে হবে। বেশিবেশি করে কেরাআত সম্মেলন, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে।

 

এছাড়া বক্তব্য রাখেন, মাওলানা জুনাইদ কিয়ামপুরী। মুফতি জিয়াউর রহমান। মুফতি দানিয়াল মাহমুদ। মুফতি ওযীরুল ইসলাম মাসউদসহ অনেকেই। উপস্থিত ছিলেন জামেয়া আনোয়ারুল কোরআন রাজনগর-এর মুহতামিম, সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা আহমদ বেলাল। বালাগঞ্জ উপজেলার ভাইস-চেয়ারম্যান মাওলানা আলী আসগর। মাওলানা নাইম উদ্দীন। মীম মাহফুজ। মুহাম্মদ রাইহান। হামমাদ রাগিব। সাকিব মুযাক্কির। আবদুল্লাহ আল মনসুর শাহ আনহার ইসলাম। হাম্মাদ তাহমীমসহ অনেক লেখক-সাহিত্যিক। এতে মিডিয়া পরিচালনার দায়িত্বে ছিলেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইমান বিন সিদ্দিক।

 

সম্মেলনে কেরাআত পরিবেশন করেন শায়খুল কোররা কারী আব্দুল মতিন। ক্বারী বেলাল আহমদ। ক্বারী জহিরুল ইসলাম। ক্বারী মুশাহিদ শিকদারসহ অনেকেই।
মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত পরিবেশনা করেন, বাংলার জুনায়েদ জামশেদ আহমদ আব্দুল্লাহ। প্রখ্যাত শিল্পী শালিন আহমদ। শিল্পী মামুনুর রশীদ। ইসহাক আলমগীর। রাকিব আল হাসান। জাহেদ আহমদ প্রমুখ।

 

ক্বারী সাহেবগণের সুমধুর তেলাওয়াতে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শেরপুর নতুন বাজার। শ্রোতাদর্শক আবেগাপ্লুত হয়ে পড়েন এতসুন্দর তেলাওয়াত শুনে। শিল্পীবৃন্দের মনোমুগ্ধকর পরিবেশনা শুনে উপস্থিত হাজারো জনতা আরো চাই আবারো চাই, এরেকটা হবে আরেকটা হবে বলে ওঠেন। শ্রোতারা এভাবেই মুগ্ধ হয়ে পড়েন। রাত সাড়ে এগারোটায় ফোরামের আহবায়ক নাসির আল-হাদীর দোয়ার মাধ্যমে কেরাআত সম্মেলন ও ইসলামী গজল সন্ধ্যা সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ