আজ, , ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বিভিন্ন সংগঠন

স্টাফ রিপোর্টার :: মহান মুক্তিযুদ্ধে আত্মবলিদান দেয়া বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে বিজয় দিবসের প্রথম প্রহরে জগন্নাথপুর শহীদ মিনারে ঢল নেমেছিল জনতার।

পুষ্পার্ঘ হাতে সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করছেন প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
বিজয় দিবসের প্রথম প্রহর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

উপজেলা পরিষদ, ‍উপজেলা প্রশাসন, পৌরসভা,

থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্র, জাতীয় পার্টি।

এছাড়াও বাংলাদেশ মানবাধিকার কমিশন, জগন্নাথপুর সামাজিক ঐক্য রিষদ, উদীচি, খেলাঘর, উপজেলা সহকারী শিক্ষক সমিতি, নবীনলীগ, বিদ্যুৎ অফিসসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধানিবেদন শেষে শহীদের স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়।পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন ও উপেজলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ধীরেন্দ্র সূত্রধর ও শিক্ষক সাইফুল ইসলাম রিপন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ