মীরপুরে রক্তাক্ত বাংলা প্রকাশনা পরিষদের সাধারণ জ্ঞান ও রচনা প্রতিযোগিতা সম্পন্ন
- Update Time : ০৭:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর উপজেলার মীরপুরের রক্তাক্ত বাংলা প্রকাশনা পরিষদের উদ্যোগে প্রতি বছরের ধারাবাহিকতায় উপজেলা ভিত্তিক ১৪ তম সাধারণ জ্ঞান ও রচনা প্রতিযোগিতা ১৮ জানুয়ারী শনিবার ঐতিহ্যবাহী মীরপুর পাবলিক হাই স্কুলে উৎসব মুখর পরিবেশে অনুষ্টিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসা হতে প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
পরীক্ষাকেন্দ্রসমুহ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল খালিক।
এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য মোঃ আব্দুল ওয়াদুদ, প্রধান শিক্ষক মোঃ আমীর হামজা, সহ প্রধান শিক্ষক লিটন পাল বিশিষ্ট শিক্ষাবিদ মোঃমিজানুর রহমান মিজান, সমাজসেবক সুনায়েম খান, পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সালাহ উদ্দিন সাজু, সাধারণ সম্পাদক কামাল রাজা,শিক্ষক জায়েদ আহমদ, পরিষদের সদস্য রফিকুল ইসলাম, সুলতান মাহমুদ, জীবন আহমদ, ফয়েজ উদ্দিন, আল আমিন, জাবের উদ্দিন, জুয়েল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি




























