স্বাধীনতার ৪৫বছর পর ও ভাগ্যহত এলাকা জগন্নাথপুর ।
জগন্নাথপুর উপজেলা এক ভগ্যহত এলাকা।
স্বাধীনতার ৪৫বছরে ও নেই উন্নয়নের ছোয়া।
বড় বড় রাজনৈতিক ব্যক্তি জন্ম নিয়েছেন জগন্নাথপুরে
মরহুম আব্দুস সামাদ আজাদ, হুমায়ুন রশিদ চৌ:
ফারুক রশিদ চৌ: ও বর্তমান অর্থ প্রতিমন্ত্রী এ এলাকার সংসদ ।
দুংখ জনক হলে ও সত্য আশপাশের এলাকায় উন্নয়ন হলে জগন্নাথপুর যে তিমীরে ছিল সেখানেই আছে। বিদুৎতের জ্বালাতন অতিষ্ঠ এলাকার মানুষ, রাস্তাঘাট মন্ধা আমলের, গ্যাস তো সুনার হরিণ!
জগন্নাথপুরের করুণ অবস্হা দেখে আসপাশের এলাকার মানুষ বলে জগন্নাথপুরের মানুষের উপর নাকী কার অভিশাপ আছে নতুবা এত মন্ত্রী জন্ম ও বর্তমান থাকার পর কেন জগন্নাথপুরের উন্নায়ন হয়না ।
স্বাধীনতা ৪৫ বছর পর বিজয় দিবসে জগন্নাথপুরের মানুষের দাবী আমরা নেতা চাইনা চাই এলাকার উন্নায়ন হবে কি বিজয়ের ৪৫সে জগন্নাথপুরের উন্নয়ন!!!
স্বাধীনতার ৪৫বছর পর ও ভাগ্যহত এলাকা জগন্নাথপুর
১৫ ডিসেম্বর ২০১৬, ৪:৫২ অপরাহ্ন |
পোস্টটি ৯২৩ বার পড়া হয়েছে