বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে মাঠে সিলেট জেলা যুবলীগ
- Update Time : ০৮:৪০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বিএনপি-জামায়াতের নৈরাজ্য, তাণ্ডব ও পুলিশের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ’র নেতৃত্বে নগরের চৌহাট্টা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কোর্ট পয়েন্ট এলাকায় এসে শেষ হয়। এসময় জেলা যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল পরবর্তী সমাবেশে যুবলীগের নেতৃবৃন্দ বলেন- ‘নৈরাজ্যকারীদের প্রতিহত করতে মাঠে আছে যুবলীগ। মাঠে থেকে সকল নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র আর হিংসার জবাব দেবে সংগঠনটি।’ বক্তারা আরও বলেন- ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের যে জায়গায় নিয়ে গেছেন বিএনপি জামায়াতকে সেটা ধ্বংস করতে দেয়া হবে না। যদি বিএনপি-জামায়াত দেশের শান্তিপ্রিয় মানুষের শান্তি ও নিরাপত্তায় বিঘ্ন ঘটায়, জনগণের বন্ধু পুলিশের ওপর হামলা করে, জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রত্যেক নেতাকর্মী রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দেবে।’




























