০৮:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আকাঙ্খা : এম এ আসকর

  • Update Time : ০৯:৪১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

দ্রব্য মূল্য ঊর্ধ্বমূখী
লাগামহীন তার দাম,
কর্মের সাথে মিল পড়েনা
মাথায় ঝরছে গাম।

 

সুখে থাকতে করছি যুদ্ধ
দিবানিশি কাজ,
তারপরেও সদা মোরা
পাচ্ছি কত লাজ।

 

শীতের সকাল মাঠে গিয়ে
করছি মোরা চাষ,
আশায় আশায় জীবন কাটে
সুখ হলনা বাস।

 

যুবক ছিলাম বৃদ্ধ এখন
সুখের আশা করে,
দুঃখে দুঃখে জীবন গেল
সুখ আসেনি ঘরে।

 

সুখ আসেনি বেলা শেষ
জীবন ভরা দুঃখে,
পরপারে হে দয়াময়
রাখিও মোদের সুখে।

 

কবি: জাহিদপুর, ছাতক, সুনামগঞ্জ, মোবাঃ 01711-700529

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আকাঙ্খা : এম এ আসকর

Update Time : ০৯:৪১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২

দ্রব্য মূল্য ঊর্ধ্বমূখী
লাগামহীন তার দাম,
কর্মের সাথে মিল পড়েনা
মাথায় ঝরছে গাম।

 

সুখে থাকতে করছি যুদ্ধ
দিবানিশি কাজ,
তারপরেও সদা মোরা
পাচ্ছি কত লাজ।

 

শীতের সকাল মাঠে গিয়ে
করছি মোরা চাষ,
আশায় আশায় জীবন কাটে
সুখ হলনা বাস।

 

যুবক ছিলাম বৃদ্ধ এখন
সুখের আশা করে,
দুঃখে দুঃখে জীবন গেল
সুখ আসেনি ঘরে।

 

সুখ আসেনি বেলা শেষ
জীবন ভরা দুঃখে,
পরপারে হে দয়াময়
রাখিও মোদের সুখে।

 

কবি: জাহিদপুর, ছাতক, সুনামগঞ্জ, মোবাঃ 01711-700529

এখানে ক্লিক করে শেয়ার করুণ