১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হে প্রিয় রাসুল : রফিকুল ইসলাম
- Update Time : ০৪:২৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
আসসালামুয়ালাইকুম
হে প্রিয় রাসুল।
তুমি আমার প্রিয় নবী
আমার প্রেমের ছবি
তুমি আমার ভক্তির মূল।
হে প্রিয় রাসুল।
তুমি মা ফাতেমার বাবা
তুমি জান্নাত , তুমি কাবা
তুমি মা আমিনার কোল।
হে প্রিয় রাসুল।
তুমি রাজাধিরাজ
তুমি অধিপতি
তুমি বিশ্ব ভুবনের জ্যোতি
এতিমের নাইকো গতি
করো হে কবুল।
হে প্রিয় রাসুল।
তুমি অসীমের সুবিশাল দান
পাখির কন্ঠে তোমারই গান
তুমি মুক্তির দিশারী
তুমি কাণ্ডারী
এপার ওপার দুই কূল।
হে প্রিয় রাসুল।
আমি পাপী
সমস্ত জীবন ব্যাপি
করেছি পাপ।
করি দুঃখ, করি অনুতাপ
হৃদয়ে কান্নার রুল।
ক্ষমা করে দাও
হে প্রিয় রাসুল।
দুই হাত তুলি
কাঁদি আর বলি
যেনো সোজা পথে চলি
আর না করি ভুল।
হে মদিনার বুলবুল।
হে প্রিয় রাসুল।
কবি: জাহিদপুর, ছাতক, সুনামগঞ্জ।




























