১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হৃদয় ছুঁয়ে যায় নীল জলের ঢেউয়ে
- Update Time : ০৬:০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
সমুদ্র সৈকত দেখতে কত সুন্দর,
স্বচ্ছ সুনীল আকাশে তারা রাজি,
নীলজল ছুঁয়ে মাহসমুদ্রের তীরে।
মাতাল ঢেউ নীলজল ছুঁয়ে,
ঝিলমিল ভালুকা আছড়ে পরে।
কিছু গাংচিল উড়ে,
উত্তাল তরঙ্গ বিলাসে,
হৃদয় ছুঁয়ে যায় নীল জলের ঢেউয়ে।
আশ্বিনের বৃষ্টি ভেজা রাতে,
ঝাউবন ছুঁয়ে অন্ধকার নামে।
মহাসমুদ্র ছুঁয়ে আলো আধারের মিছিল,
মহাসমুদ্রের বুকে শীতল প্রবাহ।
ঢেউর উল্লাস প্রবল স্রোতে,
হৃদয় স্পর্শ করে।
রাজ্যের সব অন্ধকার,
মুক্তার মতো চিকচিক করে,
তারারাজি ঝিল্ মিল করে নক্ষত্র বিলাসে।





























