১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্বার্থপর রক্ত : কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ

  • Update Time : ১২:৪৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

যত বেজাল রক্ত
তাতে সম্পর্ক তক্ত,
স্বার্থে দূরে যায় ভক্ত।

যতক্ষণ আছে স্বার্থ,
রক্ত পাবে ভক্ত,
নাই স্বার্থ রক্ত হয়ে যায় বিষাক্ত।

ব্যক্তি নিজের স্বার্থের পিছনে চলার জন্য নয়,
নিজের রক্তের প্রতি অবহেলায় স্বার্থপর হয়,
রক্তের প্রতি সুবিচারে সে স্বার্থপর নয়।

নিজে স্বার্থপর রক্তকে করে পর,
স্বার্থ ত্যাগীর মনে বড় ঢড়,
জীবনে নেমে এসেছে ঝড়।

পৃথিবীতে কেউ কারো নয়,
যে যা কিছু করি সবই অভিনয়,
শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয়।

রক্তের সাথে সম্পর্ক ঠিক না রাখা কষ্টময়,
এ জগতে স্বার্থপরের সাময়িক সূখ হয়,
স্বার্থের জন্য রক্ত থেকে দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়।

 

লেখক: সভাপতি- শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

স্বার্থপর রক্ত : কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ

Update Time : ১২:৪৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

যত বেজাল রক্ত
তাতে সম্পর্ক তক্ত,
স্বার্থে দূরে যায় ভক্ত।

যতক্ষণ আছে স্বার্থ,
রক্ত পাবে ভক্ত,
নাই স্বার্থ রক্ত হয়ে যায় বিষাক্ত।

ব্যক্তি নিজের স্বার্থের পিছনে চলার জন্য নয়,
নিজের রক্তের প্রতি অবহেলায় স্বার্থপর হয়,
রক্তের প্রতি সুবিচারে সে স্বার্থপর নয়।

নিজে স্বার্থপর রক্তকে করে পর,
স্বার্থ ত্যাগীর মনে বড় ঢড়,
জীবনে নেমে এসেছে ঝড়।

পৃথিবীতে কেউ কারো নয়,
যে যা কিছু করি সবই অভিনয়,
শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয়।

রক্তের সাথে সম্পর্ক ঠিক না রাখা কষ্টময়,
এ জগতে স্বার্থপরের সাময়িক সূখ হয়,
স্বার্থের জন্য রক্ত থেকে দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়।

 

লেখক: সভাপতি- শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ