১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্বার্থপর মানুষ

  • Update Time : ১২:৫৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ

স্বার্থপর বন্ধু কবে হবে হুশ,
নিজের দ্বান্দ্বায় থাকে বেহুশ।

নিজের স্বার্থে দেখায় বন্ধুতের জোশ,
স্বার্থ পুড়িয়ে গেলে আচরণে বুঝায় বেহুশ।

গভীর সম্পর্ক কিঞ্চিত কাজে দেখা খুব রোস,
বুঝে না বুঝার বান করে দূরে চলে যেতে হয় বেহুশ।

ছিল কি সম্পর্কের মাঝে স্বার্থের কোন ফানুস,
তবে কেন ভূল বুঝে বেহুশ।

যে স্বার্থের চিন্তা মাথায় না রাখে, সে পথ হাটে বহুদূর,
স্বার্থহীন সম্পর্ক হয় তখন খুবই সুমধুর।

স্বার্থপর তার মনের মানুষকে ভূল বুঝে টেলে দেয় দূর,
স্বার্থ পুড়িয়ে গেলে অন্তরে আয় তার মোড়।

স্বার্থপর যদি স্বার্থ ত্যাগ করে পথ হাটে,
বন্ধুত্বের মাঝে জীবন হবে লাটে।

বন্ধুত্বের মাঝে খারাপ সময়ে দুঃখ না পেয়ে হাসানোর চেষ্টা করবে,
তার ভাবনাকে নিজের ভাবনা বানিয়ে নেবে।

নিজের স্বার্থ ত্যাগে নিজের খ্যাতি বাড়ে,
সেই প্রকৃত বন্ধু তার জীবন উজ্জীবিত করে।

 

লেখক সভাপতি: শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

স্বার্থপর মানুষ

Update Time : ১২:৫৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ

স্বার্থপর বন্ধু কবে হবে হুশ,
নিজের দ্বান্দ্বায় থাকে বেহুশ।

নিজের স্বার্থে দেখায় বন্ধুতের জোশ,
স্বার্থ পুড়িয়ে গেলে আচরণে বুঝায় বেহুশ।

গভীর সম্পর্ক কিঞ্চিত কাজে দেখা খুব রোস,
বুঝে না বুঝার বান করে দূরে চলে যেতে হয় বেহুশ।

ছিল কি সম্পর্কের মাঝে স্বার্থের কোন ফানুস,
তবে কেন ভূল বুঝে বেহুশ।

যে স্বার্থের চিন্তা মাথায় না রাখে, সে পথ হাটে বহুদূর,
স্বার্থহীন সম্পর্ক হয় তখন খুবই সুমধুর।

স্বার্থপর তার মনের মানুষকে ভূল বুঝে টেলে দেয় দূর,
স্বার্থ পুড়িয়ে গেলে অন্তরে আয় তার মোড়।

স্বার্থপর যদি স্বার্থ ত্যাগ করে পথ হাটে,
বন্ধুত্বের মাঝে জীবন হবে লাটে।

বন্ধুত্বের মাঝে খারাপ সময়ে দুঃখ না পেয়ে হাসানোর চেষ্টা করবে,
তার ভাবনাকে নিজের ভাবনা বানিয়ে নেবে।

নিজের স্বার্থ ত্যাগে নিজের খ্যাতি বাড়ে,
সেই প্রকৃত বন্ধু তার জীবন উজ্জীবিত করে।

 

লেখক সভাপতি: শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ