স্বপ্নঘুড়ি আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- Update Time : ০৯:০২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
অনলাইনে “কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা” বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এক যুগান্তকারী পদক্ষেপ- ক্বারী মুজাম্মিল হুসাইন চৌধুরী।
জামেয়া ইসলামিয়া দারুল কোরআন এর প্রিন্সিপাল শায়খুল র্কুরা আল্লামা ক্বারী মুজাম্মিল হোসাইন চৌধুরী বলেন, আধুনিক প্রযুক্তিকে মানুষ যেভাবে ইচ্ছা ব্যবহার করছে। কেউ ভালো পথে কেউ মন্দ পথে। স্বপ্নঘুড়ি আসরের উদ্যোগে তথ্য প্রযুক্তিকে সৎ ভাবে ব্যবহারের জন্য যে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেটি অবশ্যই প্রশংসনীয় এবং অতুলনীয়।
১১ জানুয়ারী নগরীর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আসর কক্ষে শিশু কিশোরদের প্রতিভা বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন স্বপ্নঘুড়ি আসরের উদ্যোগে পবিত্র মাহে রবিউল আওয়াল উপলক্ষে অনলাইন ভিত্তিক “কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা” পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের সদস্য সচিব মুহাম্মদ শামিম হোসেনের সভাপতিত্বে ও আসর সভাপতি এস এম দিলওয়ার হাসান রাসেল এবং আসর সাধারণ সম্পাদক মুহাম্মদ শাবাজ মিয়ার যৌথ পরিচালনায় প্রধান আলোচকের আলোচনা পেশ করেন স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাসিক স্বপ্নঘুড়ি সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, কেমুসাস এর সাবেক কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট আইনজীবী এডভোকেট কয়ছর আহমদ স্বপ্নঘুিড় ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা আমিন আহমদ রাজু। অভিভাবকদের মধ্যে বক্তব্যে রাখেন জনাব আক্তার হোসেন রাসেল, ইকবাল হোসাইন। অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন স্বপ্নঘুড়ি আসরের অর্থ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন ফুয়াদ,শামছুজ্জামান সাজু। এতে উপস্থিত ছিলেন আসরের প্রচার সম্পাদক সাকিব আল হাসান, বখতিয়ার চৌধুরী, ইমরান আহমদ, সারওয়ার রহমান শাহরিয়ার আহমদ, শাহিনুর রহমান তামিম, এবাদুর রহমান রাতুল প্রমুখ। শিশু কিশোরদের কলকাকলি মুখর এ অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করেন প্রতিযোগিতায় প্রথম বিজয়ী আকরামুল হক ফাহাদ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি


























