০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদিতে ঈদে সারাদিন কারফিউ!

  • Update Time : ০৪:০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: করোনার বিস্তার ঠেকাতে আসন্ন ঈদুল ফিতরের দিন দেশজুড়ে ২৪ ঘণ্টা সান্ধ্য আইন জারি থাকবে বলে জানিয়েছে সৌদি আরব। রমজান মাসের শেষে ২৩ থেকে ২৭ মে পর্যন্ত চলা উৎসবের দিনগুলোতে চলবে এই কারফিউ। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স।

বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঈদ উদযাপন করতে গিয়ে যেন করোনা সংক্রমণ না বাড়ে, তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ। তবে ঈদের আগে পর্যন্ত খোলা থাকবে সব ধরনের ব্যবসা-বাণিজ্য। বর্তমানে সৌদিতে স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জনসাধারণের স্বাভাবিক চলাফেরায় কোনো নিষেধাজ্ঞা নেই। শুধু মক্কায় জারি আছে কড়া কারফিউ। এর আগেও দিনব্যাপী কারফিউ জারি করা হয়েছিল সৌদি আরবে।

কিন্তু রমজান মাসে এই কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত অঞ্চলগুলোর জন্য জারি রাখা হয় বিধিনিষেধ।

সৌদি আরবে করোনাভাইরাসে বুধবার পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন প্রায় ৪৩ হাজার মানুষ। মারা গেছেন ২৬৪ জন। গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবেই সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সৌদিতে ঈদে সারাদিন কারফিউ!

Update Time : ০৪:০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০

ডেস্ক রিপোর্ট :: করোনার বিস্তার ঠেকাতে আসন্ন ঈদুল ফিতরের দিন দেশজুড়ে ২৪ ঘণ্টা সান্ধ্য আইন জারি থাকবে বলে জানিয়েছে সৌদি আরব। রমজান মাসের শেষে ২৩ থেকে ২৭ মে পর্যন্ত চলা উৎসবের দিনগুলোতে চলবে এই কারফিউ। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স।

বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঈদ উদযাপন করতে গিয়ে যেন করোনা সংক্রমণ না বাড়ে, তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ। তবে ঈদের আগে পর্যন্ত খোলা থাকবে সব ধরনের ব্যবসা-বাণিজ্য। বর্তমানে সৌদিতে স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জনসাধারণের স্বাভাবিক চলাফেরায় কোনো নিষেধাজ্ঞা নেই। শুধু মক্কায় জারি আছে কড়া কারফিউ। এর আগেও দিনব্যাপী কারফিউ জারি করা হয়েছিল সৌদি আরবে।

কিন্তু রমজান মাসে এই কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত অঞ্চলগুলোর জন্য জারি রাখা হয় বিধিনিষেধ।

সৌদি আরবে করোনাভাইরাসে বুধবার পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন প্রায় ৪৩ হাজার মানুষ। মারা গেছেন ২৬৪ জন। গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবেই সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ