০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন এর কবিতা: ভালো নেই স্বাধীনতা এবং সিলেট
- Update Time : ০২:১৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুতীব্র ক্ষোভে স্বাধীন দেশে এবার থেকে
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি না!
তুলে রাখলাম স্নিগ্ধ মাতৃভূমি অপেক্ষায় ।
এদেশ স্বাধীনতা পেলেও পূর্ণতা পায়নি
মিশে আছে উপনিবেশিক দূষিত রক্ত
এরা মানুষ হতে পারে নি!
পারে নি হতে শুদ্ধ-সাধক ধার্মিক
শান্তির ধর্ম নাকি প্রচার করছে বিশ্বজোড়ে,
মানুষ ছড়িয়ে-ছিটিয়ে যায়
ধর্মের মিথ্যে প্রচারে ছিন্ন-ভিন্ন হয়ে উড়ে ।
আত্মঘাতী কিংবা তথাকথিত শহীদী ইচ্ছায়
এক ধার্মিক মানুষ মানুষ কে বুঝে,
মানুষ বাঁচতে চেয়ে ধর্ম কে খুঁজে,
শহীদী স্কোয়াডের বোমা, বুলেট, আগ্নেয়াস্ত্র
না বুঝে ধর্ম, না বুঝে মানুষ ।
মন ভালো নেই, দেশ ভালো নেই
ভয়ার্ত টেকনাফ থেকে তেঁতুলিয়া কোটি পরিবার ।
স্বাধীনতা দিবসে তবুও ভালো নেই
ধেয়ে আসে দেশদ্রোহী জঙ্গির বুলেট,
কেউ ভালো নেই, মৃত্যুর মিছিলে
ভালো নেই প্রিয় চায়ের শহর সিলেট ।।




























