০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন এর কবিতা “ধরাটে কান্না”

  • Update Time : ০৫:২১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

আর কতবার বলবো বলো?
এই ছাইপাঁশ পৃথিবী দরকার নেই আমার ।
এক বুক ধরাটে কান্নায় কত প্রিয়মুখ
অশ্রুজলে ভুলে যেতে হয়,
কতটা দুঃখ নিয়ে ভুলে থাকা যায়
ছবি হয়ে যাওয়া প্রিয়মুখ?
স্মৃতির সমুদ্দুরে জোয়ার আসে
কষ্ট নদীতে জাগে ঢেউ
মেনে নিতে পারো?
মেনে নিতে যে হয়!
আর তো ফিরলো না কভু কেউ ।
বলতে পারো?
কতো’টা কাঁদলে দুঃখ নদীতে
খানিকটা চর পড়ে যায়,
অব্যক্ত ব্যথারা হারায়
বুক চাপড়ে বোবাকান্নায়
আর কতবার বলবো আমি?
এই ছাইপাঁশ পৃথিবীতে জীবনের
কোন মানে নেই, কোন মানে নেই ।
জন্ম নিয়েছো তবে দুঃখবিলাসী হও
হুট করে মরে যাওয়া এই অনিশ্চিত পৃথিবীতে
এতো মায়া কোথা থেকে আসে?
সেই প্রশ্নের শুদ্ধতম উত্তরের খুঁজে
কবে একদিন একবুক ধরাটে বোবাকান্নায়
অন্তর্নিহিত দৃষ্টিতে দেখতে পাবে!
সাড়ে তিনহাত দূরত্বে পৃথিবীর কোথাও নও ।।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন এর কবিতা “ধরাটে কান্না”

Update Time : ০৫:২১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭

আর কতবার বলবো বলো?
এই ছাইপাঁশ পৃথিবী দরকার নেই আমার ।
এক বুক ধরাটে কান্নায় কত প্রিয়মুখ
অশ্রুজলে ভুলে যেতে হয়,
কতটা দুঃখ নিয়ে ভুলে থাকা যায়
ছবি হয়ে যাওয়া প্রিয়মুখ?
স্মৃতির সমুদ্দুরে জোয়ার আসে
কষ্ট নদীতে জাগে ঢেউ
মেনে নিতে পারো?
মেনে নিতে যে হয়!
আর তো ফিরলো না কভু কেউ ।
বলতে পারো?
কতো’টা কাঁদলে দুঃখ নদীতে
খানিকটা চর পড়ে যায়,
অব্যক্ত ব্যথারা হারায়
বুক চাপড়ে বোবাকান্নায়
আর কতবার বলবো আমি?
এই ছাইপাঁশ পৃথিবীতে জীবনের
কোন মানে নেই, কোন মানে নেই ।
জন্ম নিয়েছো তবে দুঃখবিলাসী হও
হুট করে মরে যাওয়া এই অনিশ্চিত পৃথিবীতে
এতো মায়া কোথা থেকে আসে?
সেই প্রশ্নের শুদ্ধতম উত্তরের খুঁজে
কবে একদিন একবুক ধরাটে বোবাকান্নায়
অন্তর্নিহিত দৃষ্টিতে দেখতে পাবে!
সাড়ে তিনহাত দূরত্বে পৃথিবীর কোথাও নও ।।

এখানে ক্লিক করে শেয়ার করুণ