শামছিয়া সমিতি যুক্তরাজ্যের উদ্যোগে মরহুম মাওঃ মুতিউর রহমান, মাওঃ মুসতাকিম অালী, সৈয়দ আবুল কালাম, হাফিজ ফুজায়েল, ব্যবসায়ী আজহার মিয়াসহ মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ১১ জুলাই
- Update Time : ১২:৫২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর দারুল হাদিস টাইটেল মাদ্রাসার মুহতামীম, বিশিষ্ট আলেমেদ্বীন, প্রবীণ মূরুববী, মরহুম হাফিজ সৈয়দ মুতিউর রহমান, মরহুম মাওলানা সৈয়দ মুসতাকিম অালী, সৈয়দপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও রাজনীতিবিদ মুরহুম সৈয়দ আবুল কালাম ও সদ্য প্রয়াত হাফিজ মাওলানা সৈয়দ ফুজায়েল আহমেদ এবং শিল্পপতি সৈয়দ আবুল ফজল আজহার মিয়াসহ মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে যুক্তরাজ্যের সৈয়দপুরবাসীর ঐতিহ্যবাহী সংগঠন সৈয়দপুর শামছিয়া সমিতি লিডস এর উদ্যোগে অাগামী 11 জুলাই মঙ্গলবা, স্থান: বাংলাদেশ সেন্টার, সময়: দুপুর 12টায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিলে গ্রেটার লিডসে বসবাসরত সৈয়দ পুরবাসীসহ সকলকে অালোচনা সভা ও দোয়া মাহফিলে শরিক হওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে।
(অালোচনা সভা ও দোয়া মাহফিলে সমিতির পক্ষ থেকে শিন্নির আয়োজন করা হবে) সকলকে উপস্হিত থাকার অনুরুধ জানিয়েছেন, সংসংগঠনের সভাপতি সৈয়দ কবির আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ সুয়েজ আলী,
কোষাধ্যক্ষ ওয়াহিদ মল্লিক।




























