সৈয়দপুর যুব পরিষদ সিলেটের খতমে কোরআন ও দোয়া মাহফিল সম্পন্ন
- Update Time : ১০:০১:৫২ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর যুব পরিষদ, সিলেট-এর পক্ষ থেকে সৈয়দপুর ইশানকোনা গ্রামের সিলেট এমসি কলেজের মেধাবি ছাত্র মরহুম দিলদার অাহমদের জন্য খতমে কোরআন ও দোয়া মাহফিল ১প্রিল শরিবার বিকালে সিলেট বাগবাড়িতে বিশিষ্ট শিক্ষাবীদ লেঃ কর্নেল অব. সৈয়দ আলী আহমদের সভাপতিত্বে ও সৈয়দপুর যুব পরিষদ সিলেটের উপ-সমন্বয়কারী (দপ্তর) মুহাম্মদ রাসেল অাহমদ ও উপ সমন্বয়কারী (অর্থ) সৈয়দ মুহাদ্দিস অাহমদের যৌথ পরিচালনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দপুর যুব পরিষদ সিলেটের সদস্য মওলানা আবিদ অাহমদ সর্দার, অনুষ্টানের শুরুতে দিলদারের জন্য অনুভতি প্রকাশ করেন তার ছোট ভাই মুহাম্মদ এমদাদ অাহমদ, অনুভতি প্রকাশ করেন ভূমি মন্ত্রণালয় যুগ্ন সচিব সৈয়দ লোকমান অাহমদ, এডভোকেট সৈয়দ শামীম অাহমদ, সৈয়দ কলা মিয়া, সৈয়দপুর যুব পরিষদ সিলেটের সাবেক সমন্বয়কারী মাওলানা মোসাদ্দিক অাহমদ, বর্তমান সমন্বয়কারী মির্জা আবুল বরাত, হাফিজ সলিম কাসিমী, মরহুমের বন্ধুবর ডাক্তার সৈয়দ মোরসালিন অাহমদ, রুমেল অাহমদ, মরহুমের চাকরি জীবনের সহ পাটি জহির অাহমদ ও হেলাল অাহমদ প্রমুখ। সভাপতির অনুভতি প্রকাশের পর মুনাজাত করেন শামীমাবাদ তাহফিজুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা সৈয়দ শামীম অাহমদ। দোয়া মাহফিলে সৈয়দপুর গ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষক- ছাত্ররা উপস্হিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি




























