সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী কয়ছর
- Update Time : ০৪:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কয়ছর এম আহমেদ। সোমবার দুপুর সাড়ে ১২ টায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সংক্ষিপ্ত বক্তব্যে কয়ছর এম আহমদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ও আমাদের দলীয় নির্দেশনা মেনে বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমি শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগীতা কামনা করছি। এবং আগামী নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে হয় সেই কামনা করছি। দীর্ঘ ১৭ বছর পর একটি অবাধ ও সুষ্ঠু ভোটের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যে নির্বাচনের অপেক্ষায় ছিল পুরো বাংলাদেশ।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে ও আইন মেনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সালাম ও ধানের শীষ প্রতিকের বার্তা নিয়ে প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছানোর আহ্বান জানাচ্ছি। প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর কাছে আহ্বান করবো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা সব ধরনের পদক্ষেপ গ্রহন করবেন। বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা করা হবে।
এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, এডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল,এডভোকেট জিয়াউর রহমান শাহীন সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।























