০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ ২ আসনে ধানের শীষের নাছির চৌধুরীকে সমর্থন দিল জমিয়ত

  • Update Time : ১০:০০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

আল হেলাল, সুনামগঞ্জ :: সুনামগঞ্জ ২ নির্বাচনী এলাকা (দিরাই-শাল্লা) আসনে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী প্রবীণ রাজনীতিবিদ,সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীর পাশে দাড়িয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নামের ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি। একসময় ভাটি অঞ্চলে আওয়ামী লীগ ও বিএনপির পরে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে ঐ দলটির অগ্রযাত্রা ছিল। সময়ের ব্যবধানে রাজনীতির মাঠে এই দলটি এখন পূর্বের চাইতে আরো সক্রিয়। ইতিমধ্যে জেলার ৫টি সংসদীয় আসনে এই দলের ৫ জন প্রার্থী দলীয়ভাবে চুড়ান্ত হলেও শেষ পর্যন্ত বড় জোটের কারণে দলটিকে বিএনপির প্রার্থীর অনুকূলে প্রতিদ্ব›দ্বীতা থেকে সড়ে দাড়াতে হয়েছে। সুনামগঞ্জ ২ আসনে এই দলের শক্তিশালী প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ড.মাওলানা শুয়াইব আহমদ। যিনি গত ৩ দশক যাবৎ কর্মস্থল ইউরোপে ও দিরাই শাল্লা নির্বাচনী এলাকায় মাঠ চষে বেড়িয়েছেন। সারা নির্বাচনী এলাকায় অনেক নেতাকর্মী সমর্থক রয়েছে তার। শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী জোট নেতা মাওলানা শুয়াইব আহমদকে দেখতে তার বাসভবনে যান। সেখানে দুনেতা পারস্পরিক সহযোগীতার ভিত্তিতে বিএনপি-জমিয়তসহ জোটের সকল নেতাকর্মী সমর্থকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবাণ জানান। এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ আব্দুর রশীদ,দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মহীউদ্দিন কাসেমী,সহ সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আক্তারুজ্জামান তালুকদার,শাল্লা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইকরাম হোসাইন,সহ সভাপতি মাওলানা ইকবাল হোসাইন,সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ ও দিরাই উপজেলা বিএনপির আহবায়ক আমির আলীসহ দু দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জমিয়ত নেতারা বলেন, জমিয়তুল উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির নির্দেশে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে আমরা দিরাই-শাল্লা আসনে নাছির উদ্দিন চৌধুরীকে দলীয় ও আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছি। দক্ষিণ এশিয়ার সুপ্রাচীন ঐতিহ্যবাহী এই সংগঠনের দিরাই শাল্লার প্রতিটি দেশপ্রেমিক নেতাকর্মী সমর্থক প্রবীণ রাজনীতিবিদ নাছির উদ্দিন চৌধুরীর পক্ষে সক্রিয়ভাবে নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। জবাবে নাছির উদ্দিন চৌধুরী সকলকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন,আমার জীবনের শেষ নির্বাচনে জমিয়তুল উলামায়ে ইসলামসহ এলাকার সকল আলেম ওলামা ও তৌহিদী জনগনকে আমি পাশে চাই। সকলের দোয়া ও সহযোগীতা নিয়ে আমরা নির্বাচিত হয়ে সকলকে সমান মূল্যায়ন ও মর্যাদা দিয়ে বাকীজীবন আমরা একসাথে চলতে চাই। এদিকে জেলা জমিয়তের সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ, জেলা জমিয়তের সাবেক সভাপতি দিরাই উপজেলার কৃতিসন্তান হযরত মাওলানা আব্দুল বছির এবং দলটির জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীর মন্তব্য জানতে চাইলে নেতৃবৃন্দ দিরাই-শাল্লা উপজেলা জমিয়তের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী নেতাকর্মীগণ অবশ্যই মাঠে থাকবে। উল্লেখ্য নাছির উদ্দিন চৌধুরী ১৯৯৬ সালের ১২ জুনের সংসদ নির্বাচনে সাবেক খ্যাতিমান পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত সেন গুপ্ত এমপির সাথে ৫০৫ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি দুবার উপজেলা পরিষদ চেয়ারম্যান,সিলেট এমসি কলেজ ও মৌলভীবাজার কলেজ ছাত্র সংসদের ভিপি এবং সুনামগঞ্জ কলেজ ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জ ২ আসনে ধানের শীষের নাছির চৌধুরীকে সমর্থন দিল জমিয়ত

Update Time : ১০:০০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

আল হেলাল, সুনামগঞ্জ :: সুনামগঞ্জ ২ নির্বাচনী এলাকা (দিরাই-শাল্লা) আসনে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী প্রবীণ রাজনীতিবিদ,সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীর পাশে দাড়িয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নামের ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি। একসময় ভাটি অঞ্চলে আওয়ামী লীগ ও বিএনপির পরে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে ঐ দলটির অগ্রযাত্রা ছিল। সময়ের ব্যবধানে রাজনীতির মাঠে এই দলটি এখন পূর্বের চাইতে আরো সক্রিয়। ইতিমধ্যে জেলার ৫টি সংসদীয় আসনে এই দলের ৫ জন প্রার্থী দলীয়ভাবে চুড়ান্ত হলেও শেষ পর্যন্ত বড় জোটের কারণে দলটিকে বিএনপির প্রার্থীর অনুকূলে প্রতিদ্ব›দ্বীতা থেকে সড়ে দাড়াতে হয়েছে। সুনামগঞ্জ ২ আসনে এই দলের শক্তিশালী প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ড.মাওলানা শুয়াইব আহমদ। যিনি গত ৩ দশক যাবৎ কর্মস্থল ইউরোপে ও দিরাই শাল্লা নির্বাচনী এলাকায় মাঠ চষে বেড়িয়েছেন। সারা নির্বাচনী এলাকায় অনেক নেতাকর্মী সমর্থক রয়েছে তার। শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী জোট নেতা মাওলানা শুয়াইব আহমদকে দেখতে তার বাসভবনে যান। সেখানে দুনেতা পারস্পরিক সহযোগীতার ভিত্তিতে বিএনপি-জমিয়তসহ জোটের সকল নেতাকর্মী সমর্থকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবাণ জানান। এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ আব্দুর রশীদ,দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মহীউদ্দিন কাসেমী,সহ সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আক্তারুজ্জামান তালুকদার,শাল্লা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইকরাম হোসাইন,সহ সভাপতি মাওলানা ইকবাল হোসাইন,সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ ও দিরাই উপজেলা বিএনপির আহবায়ক আমির আলীসহ দু দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জমিয়ত নেতারা বলেন, জমিয়তুল উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির নির্দেশে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে আমরা দিরাই-শাল্লা আসনে নাছির উদ্দিন চৌধুরীকে দলীয় ও আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছি। দক্ষিণ এশিয়ার সুপ্রাচীন ঐতিহ্যবাহী এই সংগঠনের দিরাই শাল্লার প্রতিটি দেশপ্রেমিক নেতাকর্মী সমর্থক প্রবীণ রাজনীতিবিদ নাছির উদ্দিন চৌধুরীর পক্ষে সক্রিয়ভাবে নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। জবাবে নাছির উদ্দিন চৌধুরী সকলকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন,আমার জীবনের শেষ নির্বাচনে জমিয়তুল উলামায়ে ইসলামসহ এলাকার সকল আলেম ওলামা ও তৌহিদী জনগনকে আমি পাশে চাই। সকলের দোয়া ও সহযোগীতা নিয়ে আমরা নির্বাচিত হয়ে সকলকে সমান মূল্যায়ন ও মর্যাদা দিয়ে বাকীজীবন আমরা একসাথে চলতে চাই। এদিকে জেলা জমিয়তের সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ, জেলা জমিয়তের সাবেক সভাপতি দিরাই উপজেলার কৃতিসন্তান হযরত মাওলানা আব্দুল বছির এবং দলটির জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীর মন্তব্য জানতে চাইলে নেতৃবৃন্দ দিরাই-শাল্লা উপজেলা জমিয়তের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী নেতাকর্মীগণ অবশ্যই মাঠে থাকবে। উল্লেখ্য নাছির উদ্দিন চৌধুরী ১৯৯৬ সালের ১২ জুনের সংসদ নির্বাচনে সাবেক খ্যাতিমান পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত সেন গুপ্ত এমপির সাথে ৫০৫ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি দুবার উপজেলা পরিষদ চেয়ারম্যান,সিলেট এমসি কলেজ ও মৌলভীবাজার কলেজ ছাত্র সংসদের ভিপি এবং সুনামগঞ্জ কলেজ ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ