সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- Update Time : ০৩:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্বাধীনতা বিরোধী শিবিরের সন্ত্রাসী কর্তৃক সিলেটে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সল আহমদে চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগ নেতা দেওয়ান জিসান এনায়েত রেজা, আশরাফুল আলম সেকু, মেহেদী হাসান রাহী, ইকরাম আলম পীর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য কলেজ ছাত্রলীগের নেতা শাকিল আহমেদ, ফয়সল, রেজোয়ান ফয়সল, রাজা দেব, তারেক হাসান, নিক্সন, নাজিম, রোখন, ফাহিম, নিঝুম তালকদার, শরীফ মিয়া, বাইজীদ, মাজেদুর রহমান প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন, দেশে মুজিব আদর্শের সৈনিকরা বেচেঁ থাকতে স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরের সন্ত্রাসীরা এভাবে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর নিসংশভাবে হামলা চালাবে তা কোনভাবেই মেনে নেয়া যায় না। মুজিবের বাংলায় স্বাধীনতা বিরোধীদের ঠাই নেই তাদের প্রতিহত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। অবিলম্বে ঐ সমস্ত সন্ত্রাসীদের গ্রেফকার করে কঠোর শাস্তি প্রদানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রশাসনের নিকট জোর দাবী জানান। প্রেস বিজ্ঞপ্তি


























