০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে শর্টগানের ৯৫০ রাউন্ড কার্তুজসহ দুইজন গ্রেফতার

  • Update Time : ০৩:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ শর্টগানের কার্তুজ উদ্ধার সহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে জামালগঞ্জ উপজেলা সাচনা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার আমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মামুন মিয়া (২৩) ও মোঃ উবায়দুল (২১)। জানা গেছে, ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবান গোপন তথ্য পান যে, বিশ্বম্ভরপুর থানার চালবন থেকে রাধানগর হয়ে জামালগঞ্জ সাচনা বাজারের দিকে দুইটি মোটরসাইকেলে শর্টগানের কার্তুজ বহন করে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দ্রুত সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে সকাল ৭টার দিকে সন্দেহজনক দুটি মোটর সাইকেলকে থামার নির্দেশ দেওয়া হলে একটি মোটর সাইকেলে থাকা দুইজন দ্রুত পালিয়ে যায়। এসময় অন্য মোটরসাইকেলটি আটক করে মোঃ মামুন মিয়া ও মোঃ উবায়দুলকে তল্লাশি করলে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবান জানান, গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক দুইজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে শর্টগানের ৯৫০ রাউন্ড কার্তুজসহ দুইজন গ্রেফতার

Update Time : ০৩:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ শর্টগানের কার্তুজ উদ্ধার সহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে জামালগঞ্জ উপজেলা সাচনা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার আমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মামুন মিয়া (২৩) ও মোঃ উবায়দুল (২১)। জানা গেছে, ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবান গোপন তথ্য পান যে, বিশ্বম্ভরপুর থানার চালবন থেকে রাধানগর হয়ে জামালগঞ্জ সাচনা বাজারের দিকে দুইটি মোটরসাইকেলে শর্টগানের কার্তুজ বহন করে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দ্রুত সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে সকাল ৭টার দিকে সন্দেহজনক দুটি মোটর সাইকেলকে থামার নির্দেশ দেওয়া হলে একটি মোটর সাইকেলে থাকা দুইজন দ্রুত পালিয়ে যায়। এসময় অন্য মোটরসাইকেলটি আটক করে মোঃ মামুন মিয়া ও মোঃ উবায়দুলকে তল্লাশি করলে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবান জানান, গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক দুইজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ