সুনামগঞ্জে রিভলবারসহ দু’ডাকাত আটক!
- Update Time : ০৪:১০:৩১ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামের পাশে বিদেশী রিভলবারসহ দু’ডাকাতকে আটক করেছে র্যাব-৯। রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দু’ডাকাতকে আটক করা হয়। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। আটককৃতরা- মো. আলা উদ্দিন (৩৫) ও মোহাম্মদ আলী (২৮)। আলা উদ্দিন তাহিরপুর উপজেলার হাফানিয়া গ্রামের মৃত কুদরত আলীর পুত্র। মোহাম্মদ আলী একই উপজেলার পুরানখালাস গ্রামের আলকাছ আলীর পুত্র। র্যাব-৯ এর সিপিসি-৩ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি মধ্যনগর হতে গোয়ালপুরগামী কাঁচা সড়কের আব্দুল বারিক খানের বাড়ির পাশে অভিযান চালিয়ে ওই দু’ডাকাতকে আটক করা হয়। এ সময় দেহ তল্লাশী করলে একটি বিদেশী রিভলাবার পাওয়া যায়। র্যাব-৯ এর উপ-পরিচালক ফয়সল আহমদ জানান, আটককৃত ডাকাতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুই ডাকাতই সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



















